জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহাকুম্ভে ইতিমধ্য়েই যোগ দিয়েছেন দেড় কোটিরও বেশি মানুষ। ওই ভিড়ে লুকিয়ে রয়েছেন এমনসব মানুষ যাদের জীবনের কথা শুনলে তাজ্জব হয়ে যেতে হয়। মহাকুম্ভে এসেছেন এরকমই একজন, ‘আইআইটি বাবা’। বম্বে আইআইটি থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং করেছেন। তার পর অ্যানিমেশন ও ফোটগ্রাফিতে কোর্স করেছেন। কোচিং সেন্টারে ফিজিক্স পড়িয়েছেন এক বছর। তারপর সবকিছু ছেড়েছুড়ে দিয়ে বেরিয়ে পড়েছেন জীবনের মানে খোঁজার দৌড়ে। কুম্ভমেলায় তাঁকে খুঁজে বের করেছে সংবাদমাধ্য়ম। জানা গিয়েছে তাঁর জীবনের বহু কাহিনী।
আরও পড়ুন-রাত কাটানোর ৩০ টাকাও ছিল না, স্ত্রীর জন্য হাসপাতাল চত্বরে ঠান্ডায় কাটিয়ে মৃত্যু স্বামীর
আইআইটি বাবার স্কুল কলেজের নাম অভয় সিং। মহাকুম্ভে একটি তাঁবুর পাশে বসেছিলেন একটি পাইপের উপরে। মুখে সবসময়ে হাসি। চোখে বিদ্যুতের ঝিলিক। সবসময় হাসেন কারণ যে কোনও মুহূর্তে এই পৃথিবী ধংস হয়ে যেতে পারে। হাসতে হাসতেই তিনি এই ধরাধাম ছেড়ে চলে যেতে চান।
আইআইটি থেকে বেরিয়ে ওইসব কোর্স করে ঠিক করে ফেলেন বেরিয়ে পড়বেন ঈশ্বরের পথে। বদলে ফেললেন নিজের নাম। অভয় সিং থেকে হয়ে গেলেন মাসানি গোরক্ষ। তাঁকে অনেকে আবার রাঘব বা জগদীশ বলেও চেনে।
হরিয়ানায় জন্মানো অভয়ের জীবনের মানে খোঁজার চেষ্টা কলেজ থেকেই। সক্রেটিস-প্লেটো পড়েছেন, পোস্ট মর্ডানিজম কী তা জেনেছেন। তাতেও তৃপ্তি আসেনি। জেনেছেন জীবনের বেসিক সত্য। সত্যের খোঁজে আসুমদ্র হিমাচল চষে বেড়িয়ে অভয় বুঝেছেন সন্ন্যাসই হল জীবনের বড় সত্য। নিজের মানসিক স্বাস্থ্য সম্পর্কে জানতে গেলে এই পথ নিতে হবে।
সোশ্যাল মিডিয়ায় আইআইটি বাবার কথা ভাইরাল হয়েছে। তিনি বলেন, গোটা বিশ্বের জ্ঞাণ অর্জন করেও জীবনে এক বিশাল শূন্যতা থেকেই যায়। শিবই বলেই আসল সত্য।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)