Infant Dies | Madhya Pradesh: মর্মান্তিক দুর্ঘটনা! গাড়ির তলায় তিনমাসের একরত্তি, ফ্লাইওভার থেকে গড়িয়ে নীচে…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাত্র তিনমাসের সদ্যোজাত ছিল সে। খুব বেশিদিন এই পৃথিবীর আলো দেখতে পেল না সে। মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারাল তিনমাসের শিশু। পুলিস সূত্রে জানা গিয়েছে, নন্দন গ্রামের কাছে NH-30-এ দুপুর তিনটে নাগাদ বুধবার এই ঘটনাটি ঘটেছে। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

সকল প্যাসেঞ্জাররাই উত্তরপ্রদেশের বাসিন্দা। পরিবারের সবাইকে নিয়ে ভগবানের আশীর্বাদ নিতেই গিয়েছিলেন। কিন্তু সেই সময়ই ঘটে যায় বিপত্তি। গাড়ি গড়িয়ে ফ্লাইওভার থেকে নীচে পড়ে যায় তার কারণেই গুরুতর আহত হন সকলেই পাশাপাশি চাপা পড়ে কার্যত মৃত্যু হয় ওই তিন মাসের একরত্তির। 

পুলিস জানিয়েছে, একটি ট্র্যাক্টর ভুল দিক দিয়ে আসছিল। সেটিকে পাশ কাটাতে গিয়েই ফ্লাইওভারের ধারে গড়িয়ে যায় গাড়িটি। গোটা দুর্ঘটনায় মোট ৯ জন আহত হয়েছেন। তার মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। 

আরও পড়ুন: ২৯ তলা থেকে আট বছরের মেয়েকে ছুঁড়ে ফেলে দিল মা! তারপর নিজেও…

আহতদের মধ্যে রয়েছেন, প্রিয়াঙ্কা কুমারি, নেহা দেবি চৌরাসিয়া, ইন্দু প্যাটেল, পঙ্কজ কুমার, প্রভা দেবি, প্রিয়া দেবি রাওয়াত এবং প্রকৃতি কুমারি। এনাদের সকলকেই নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মোট ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়াই তাঁদের সঙ্গে সঙ্গে সাতনা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানে ভর্তি ছিল ওই তিনমাসের শিশুটি। যার পরবর্তীকালে মৃত্যু হয়।

আরও পড়ুন:  দোকানের সামনে বসতে মানা, ওপেন হার্ট সার্জারি হওয়া প্রৌঢ়কে পিটিয়ে মারল যুবকের দল!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link