Indian Hypersonic Missile: ঘুম ছুটল পাকিস্তান-চিনের, ভারতের হাতে শব্দের থেকে ৬ গুণ গতির হাইপারসনিক মিসাইল

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিরাট সাফল্য ডিআরডিও-র। ভারতের হাতে চলে এল শব্দের থেকে ৬ গুন গতির ক্ষেপণাস্ত্র। যে অস্ত্র তৈরি করে আমেরিকার মতো দেশেও ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়, সেরকম ৩টি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এখন ভারতের হাতে। এর ফলে ঘুম ছুটল পাকিস্তান, চিনের মতো দেশের।

আরও পড়ুন-আরজি কর কাণ্ডে ফের আন্দোলন? ধর্মতলায় ধরনায় বসতে চেয়ে সিপি-কে চিঠি….

সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পাল্লা ১৫০০ কিলোমিটার। এটি পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে। এই ক্ষেপণাস্ত্রে ব্যবহার করা হয়েছে স্ক্যামজেট ইঞ্জিন। এই ইঞ্জিনই ব্যবহার করা হয় ব্রহ্মস-২ সুপারসনিক ক্রুইজ মিসাইলে। ভারতীয় সেনাবাহিনী, বায়ুসেনা ও নৌসেনার হাতে দেওয়া হবে এই হাইপারসনিক মিসাইল।

এদিকে, এরকম হাইপারসনিক মিসাইল ভারতের হাতে চলে আসায় চিন্তা বাড়লে চিন, পাকিস্তানের। এই ক্ষেপণাস্ত্র ভারতের প্রতিরক্ষার জন্য গুরুত্বপূর্ণ এই কারণে যে এটি দুনিয়ার অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে ধ্বংস প্রায় অসম্ভব এর গতির জন্য।

হাইপারসনিক মিসাইল কী

এই মিসাইলের গতি ম্যাচ ৫। অর্থাত্‍ শব্দের থেকে ৫ গুন বেশি। এটির গতি ম্যাচ ২৫ পর্য়ন্ত হতে পারে। ডিআরডিও যে হাইপারসনিক মিসাইলটি তৈরি করেছে তার গতি ৬২০০ কিলোমিটার প্রতি ঘণ্টা বা ম্যাচ ৬।  

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link