জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগেই ইঙ্গিত দিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi), ধরতে পারেনি পাকিস্তান (Pakistan)। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব দেওয়া হবেই। কড়া হুঙ্কার দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৯-এ বালাকোট স্ট্রাইকের (Balakot strikes) আগে এবং বুধবার অপরাশেন সিঁদুর-এর (Operation Sindoor) আগে নিজের বার্তায় বিভিন্ন দিক তুলে ধরে শত্রুপক্ষকে বোকা বানানোর সুচারু কৌশলে তাক লাগিয়েছেন তিনি।
আরও পড়ুন, India Pakistan War: ভারতের প্রত্যাঘাত ‘অপারেশন সিঁদুর’-এ হাহাকার! চিনই ডোবাল পাকিস্তানকে…
বালাকোটের আক্রমনের আগে মোদীর কার্যকলাপ থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল পাকিস্তানের। এবারও তার অন্যথা হয়নি। নিজেদের বোকামিতে হাত কামড়ানো ছাড়া উপায় নেই তাদের। ২৬শে ফেব্রুয়ারি ভোর হওয়ার ঠিক আগে ভারত বালাকোটে হামলা চালায়। কিন্তু, প্রধানমন্ত্রী মোদীর বাচনে-ভঙ্গিতে, অভিযানের আগের ৪৮ ঘন্টা সবকিছু স্বাভাবিক ছিল।
২৫শে ফেব্রুয়ারি, তিনি নতুন দিল্লিতে জাতীয় যুদ্ধ স্মারক জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। যদিও তিনি ভারতের সশস্ত্র বাহিনীর বীরত্বের কথা বলেন, তবুও পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে জিহাদি অবকাঠামোর উপর আসন্ন হামলার কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। রাত ৯টায়, যখন ভারতীয় বিমানগুলো উড়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিল, তখন প্রধানমন্ত্রী মোদী নয়াদিল্লিতে একটি মিডিয়া গ্রুপ আয়োজিত একটি শীর্ষ সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন।
প্রধানমন্ত্রী মোদী ভারতের আকাঙ্ক্ষা, উন্নয়ন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে তার সংকল্প সম্পর্কে কথা বলেছিলেন। কিন্তু, ঘড়ির কাঁটা তখন অন্য পটভূমিতে ঘুরছিল, কিন্তু প্রধানমন্ত্রী শান্ত। তাঁর কপালে কোনও ভাঁজ ছিল না, এমনকি তাঁর মুখে কোনও উদ্বেগের রেখা বা সন্দেহের ছায়াও ছিল না। মনোবিজ্ঞানীদের কথা অনুযায়ী, ঝড়ের মুখে শান্ত থাকা, যুদ্ধের সময় সাহস – একজন মহান নেতার অপরিহার্য বৈশিষ্ট্য।
পাকিস্তান ইতিহাস থেকে শিক্ষা না নেয়, তাহলে ভুলগুলো পুনরাবৃত্তি করতে হতই। পাকিস্তান যদি বালাকোটের আগে প্রধানমন্ত্রী মোদীর আচরণ বিশ্লেষণ করত, তাহলে ৬-৭ মে যখন ভারত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে নয়টি লক্ষ্যবস্তুতে আঘাত করেছিল, তখন তারা নীরব দর্শকের মতো দেখত না। কারণ প্রধানমন্ত্রী মোদীর ভ্রমণপথ এবং আচরণ ছিল বালাকোট-পূর্ববর্তী তার অবস্থানের হুবহু প্রতিরূপ।
সবচেয়ে বড় ভণ্ডামি ছিল ভারত জুড়ে যুদ্ধ মহড়ার ঘোষণা, যা ইঙ্গিত দেয় যে প্রধানমন্ত্রী মোদী এখনও তার দেশকে সামরিক পদক্ষেপ এবং এর পরিণতির জন্য প্রস্তুত করছেন। কিন্তু দেখা গেল, তা কেবল পাকিস্তানকে সময় কিনতে দেওয়ার মতো ভ্রান্ত ধারণা দেওয়ার একটি কৌশল মাত্র। যুদ্ধশিল্পের গুরুরা মনে করেন যে শত্রুকে চিনলে যুদ্ধে পরাজয়ের সম্ভাবনা খুব কম। আর এখানে পরাজিত পাকিস্তান।
আরও পড়ুন, India Pakistan Tension: হাড়হিম! ২০১৯ সালের এক গোপন স্টাডি বলছে, এই ২০২৫-এ পরমাণুযুদ্ধ অবধারিত…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)