জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্লাস চলছিল। শিক্ষিকা পড়াচ্ছিলেন। বন্ধুদের সঙ্গে বসে সেও পড়া শুনছিল। ঠিক তখনই ক্লাসের মধ্যেই হার্ট অ্যাটাক। মৃত্যুর কোলে ঢলে পড়ল নবম শ্রেণির ওই ছাত্রী। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর রানিপেটে একটি স্কুলে।
মর্মান্তিক এই ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। তামিলনাড়ুর রানিপেটে চেন্নাই-বেঙ্গালুরু হাইওয়ের উপর অবস্থিত একটি বেসরকারি স্কুলে ১০ ডিসেম্বর ঘটনাটি ঘটে। ক্লাস চলাকালীন আচমকাই নবম শ্রেণির ওই ছাত্রী সংজ্ঞাহীন হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাকে মেলভিশারামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানেই চিকিত্সকরা তাকে ‘মৃত’ বলে ঘোষণা করে। চিকিত্সকরা জানান, তার হৃদরোগের সমস্যা ছিল। হার্ট অ্যাটাকের কারণেই মৃত্যু হয়েছে ওই ছাত্রীর। মৃত ছাত্রীর নাম অদ্বিতা। বয়স ১৪ বছর। মৃত ছাত্রীর বাবাও একজন ডাক্তার। নাম কে বসন্তকুমার। তিনি ভেলোর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের চর্মরোগ বিভাগের প্রধান বলে জানা গিয়েছে।
এই ঘটনার পর কাভেরিপাক্কাম পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভেলোর সরকারি হাসপাতালে পাঠায়। এখন ক্লাসরুমের গোটা ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। সেখানেই দেখা যায় ওই ছাত্রীর শেষ মুহূর্ত। ভিডিয়োতে দেখা যায়, পড়া শুনতে শুনতে আচমকা অদ্বিতা সহপাঠীর কাঁধে ঝুঁকে পড়ে। তারপরই অজ্ঞান হয়ে যায়।
A 14-year-old school student from Tamil Nadu suffered a heart stroke and is no more. pic.twitter.com/MXw3K03bx4
— Indian Tech & Infra (@IndianTechGuide) December 13, 2024
অদ্বিতাকে জ্ঞান হারাতে দেখেই সহপাঠীরা চিত্কার করে শিক্ষিকাকে ডাকে। ওদিকে অদ্বিতার জ্ঞান ফেরাতে তাকে ধরে ঝাঁকাতে থাকে। কিন্তু অদ্বিতার আর জ্ঞান ফেরেনি। এরপরই তড়িঘড়ি তাকে হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন, Bangladesh: বাংলাদেশের সঙ্গে মাছ ব্যবসা বন্ধ হচ্ছে ভারতের? কত ক্ষতি হবে?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)