Gujarat: ‘শেরনি ডেলিভারি ওমেন’! বাচ্চাকে নিয়েই বেরিয়ে পড়লেন রাস্তায়… ভাইরাল ভিডিয়ো

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাড়িতে, অফিসে সর্বত্রই খাবারের জন্য হোম ডেলিভারি অর্ডার করে থাকেন অনেকেই। আর সেই অর্ডার করা খাবার মিনিটেই পৌঁছে দেয় ডেলিভারি বয়। তবে এইবার গ্রাহকের কাছে খাবার নিয়ে পৌঁছে গেল ‘ডেলিভারি ওমেন’। তবে পিঠে যেমন ছিল খাবারের ব্যাগ, কোলে ছিল ছোট্ট এক শিশু। 

আরও পড়ুন: বিচ্ছেদের পর কেটেছে ১২ বছর, মেয়ের জন্য নিলেন বড় সিদ্ধান্ত…

অবাক করা ঘটনা হলেও, সম্প্রতি এমনই এক ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে একটি বাইকে এক মহিলা পিঠে খাবারের ব্যাগ নিয়ে ও সামনে তার ছোটো বাচ্চা আনন্দের সঙ্গে যাচ্ছে খাবারের ডেলিভারি করতে। 

আরও পড়ুন- Child Actor : সেদিনের শিশুশিল্পী আজকের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেতা-অভিনেত্রী…

এই মহিলা রেঁস্তোরা থেকে খাবারের পার্সেল নিয়ে সেই খাবার গ্রাহকের দরজা অবধি পৌঁছে দেন। এই ঘটনা ঘটেছে গুজরাটের রাজকোটে। রোজের মতই বাইক নিয়ে এই মহিলা যখন খাবারের ডেলিভারি দিতে রাস্তায় বেরোন, তখনই বিশাল নামের এক যুবক সেই ভিডিয়ো করে আর সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। 

আরও পড়ুন- Sheikh Hasina: দিল্লিতে খোশমেজাজে এদিক ওদিক মোবাইলে কথা বলছেন হাসিনা, গোঁসা হচ্ছে ঢাকার…

সেই ভিডিয়োতে ‘ডেলিভারি ওমেন’ জানান যে তিনি হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেন, কিন্তু বিয়ের পর সে কোনও চাকরি পাচ্ছিল না। তিনি এমন এক চাকরি খুঁজছিল যেখানে সে তার বাচ্চাকে নিয়ে যেতে পারেবন তবে এরকম কোনও কাজ খঁজে না পাওয়ায় তিনি বাধ্য হয়ে জোমাটো ডেলিভারি এজেন্ট হিসেবে কাজ শুরু করেন। 

আরও পড়ুন: বিচ্ছেদের পর কেটেছে ১২ বছর, মেয়ের জন্য নিলেন বড় সিদ্ধান্ত…

তিনি নিজেই জানান, ‘আমি অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি কিন্তু আমাকে সবজায়গা থেকেই ফিরিয়ে দিয়েছে, যখনই আমি আমার ছোটো বাচ্চাকে নিয়ে যাব বলি। পরে আমি নিজেই বাইক চালিয়ে আমার বাচ্চাকে নিয়ে বেরিয়ে পড়ি।’ 

আরও বলেন, ‘প্রথমে একটু অসুবিধা হলেও এখন অভ্যেস হয়ে গেছে, এখন ডেলিভারি স্পট খুঁজে পৌঁছে যাই জায়গায়।’ পরে বলেন ‘যদি তুমি কাজ করতে চাও তাহলে কোনও কাজই ছোট নয়। মনের জোর নিয়ে করতেই পারবে।’

আরও পড়ুন- Child Actor : সেদিনের শিশুশিল্পী আজকের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেতা-অভিনেত্রী…

এই ভিডিয়ো ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই নেটিজেনদের প্রশংসা কেড়েছে এবং তাকে ‘শেরনি’ আখ্যা দিয়েছে। যদিও এর আগেও ২০২০ তে এমন এক ঘটনার কথা সামনে এসেছিল, যেখানে এক আইএএস অফিসার তাঁর ১৪ দিনের বাচ্চা মেয়েকে নিয়ে অফিসে আসেন। এরই পরে আবার সামনে আসে এই ঘটনা। কথাতেই আছে ‘যে রাঁধে সে চুলও বাঁধে’, এই কর্মরত মহিলারাই হয়ত তারই প্রমাণ, যাঁরা নিজেদের পেশার পাশাপাশি সন্তানের খেয়াল রাখতে পিছপা হয়নি।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link