জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আদিত্য সিং এবং নন্দিনী সোলাঙ্কি অক্ষয় তৃতীয়ায় বিয়ে (Akshay Tritiya) করার জন্য তাদের মন স্থির করেছিলেন, যে দিনটিকে শুভ বলে মনে করা হত, কিন্তু জীবনের পরিকল্পনা ছিল অন্য। তাদের বড় দিনের এক সপ্তাহ আগে, সোলাঙ্কি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। কিন্তু তাই বলে বিয়ে (wedding) আটকে থাকবে! একেবারেই নয়। তাই নজিরবিহীন কাণ্ড ঘটালেন বর। অসুস্থ কনেকে কোলে নিয়ে সাত পাক ঘুরলেন বর। নার্সিংহোমেই তৈরি হল ছাদনাতলা। ঘটনাটি মধ্যপ্রদেশের (Madhya Pradesh)।
আরও পড়ুন, Student Death: নেপথ্যে কি ফের জাত-বিদ্বেষ? নামী ইঞ্জিনিয়ারিং কলেজে ফের রহস্যমৃত্যু নেপালি ছাত্রীর…
প্রথমে তাকে তার নিজের শহর কুম্ভরাজের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু তার অবস্থার অবনতি হওয়ায়, তাকে বিনাগঞ্জ এবং অবশেষে তার শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে বিওরায় স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিত্সা চলছিল তাঁর। বিয়ে নিয়ে দোটনায় পড়েন দুই পরিবারের সদস্যেরা। কিন্তু পরবর্তী দু’বছর শুভ মুহূর্ত না থাকায় নার্সিংহোমেই নন্দিনীকে বিয়ে করার সিদ্ধান্ত নেন আদিত্য। বুধবার রাতে ঘোড়ায় চড়ে ব্যান্ড বাজিয়ে নার্সিংহোম চত্বরে হাজির হন আদিত্য। নার্সিংহোমের ভিতরে তৈরি হয়েছিল মণ্ডপ। সেখানেই সিঁদুর দান করে এবং মঙ্গলসূত্র বেঁধে নন্দিনীকে বিয়ে করেন তিনি। নন্দিনী দুর্বল হয়ে পড়ার কারণে তাঁকে কোলে তুলে নিয়ে সাত পাকে বাঁধা পড়েন আদিত্য।
Saath phere in hospital see video pic.twitter.com/C1vdaHPhRi
— Viral Info (@3Chandrayaan) May 2, 2025
সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে। নার্সিংহোমের চিকিৎসক ডা: জেকে পাঞ্জাবি জানান, নন্দিনীর যা শারীরিক অবস্থা তাতে দীর্ঘক্ষণ তাঁর পক্ষে বসে থাকা সম্ভব নয়। দুই পরিবারের সম্মতিতে তাই হাসপাতালের মধ্যেই বিয়ের তোড়জোড় করা হয়। তবে বরযাত্রী নিয়ে আসলেও অন্যান্য রোগীদের কথা বিবেচনা করে, কোনও ব্যান্ড বা উচ্চস্বরে উদযাপন করা হয়নি।
রাত ১ টায়, পরিবার, ডাক্তার এবং নার্সদের ঘিরে, এই দম্পতি তাদের বিবাহের আনুষ্ঠানিকতা শুরু করেন। সবচেয়ে হৃদয়স্পর্শী মুহূর্তটি আসে যখন আলতো করে সোলাঙ্কিকে তুলে সাত ফেরের জন্য পবিত্র আগুনের চারপাশে নিয়ে যান আদিত্য। নেটিজেনদের বক্তব্য, “ভালোবাসা প্রতিটি অসম্ভবকে সম্ভব করে তোলে।” যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি জি ২৪ ঘণ্টা ডিজিটাল।
আরও পড়ুন, IND Vs PAK: যোগীরাজ্যের গগনে দানবদের গর্জন, রাফাল-সুখোই-জাগুয়ারের আস্ফালন, দিনরাতের ভয়ংকর খেলা!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)