জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একের পর এক ইজারায়েলি বোমা হামলায় প্রায় প্রেত নগরী গাজা। গত শুক্রবার থেকে ইজরায়েলি হামলা আরও তীব্র হয়েছে। এর পাশাপাশি গাজায় কোনও ত্রাণ সরবারহ বা চিকিত্সা পরিষেবা ঢুকতে দিচ্ছে না নেতেনিয়াহু সরকার। এর মধ্য়েই ভয়ংকর সতর্কতা দিলেন রাষ্ট্রসংঘ মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার।
টম ফ্লেচার এক সংবাদমাধ্যমে বলেন, যদিও ত্রাণের লরি গাজা অতিক্রম করেছে তবে সেসব এখনও সীমান্তের এক পাশে এবং এখনও ফিলিস্তিনিদের কাছে তা পৌঁছায়নি। এসব ত্রাণের ট্রাকে শিশুদের খাবার রয়েছে। ফিলিস্তিনিদের কাছে ত্রাণ না পৌঁছলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ১৪ হাজার শিশু মারা যেতে পারে।
এদিকে গাজায় ত্রাণ পৌঁছানোর ওপর ১১ সপ্তাহ ধরে চলা অবরোধ তুলে নিয়েছে ইজরায়েল। যদিও ফ্লেচার বলেছেন মাত্র ৫টি ট্রাক ত্রাণ নিয়ে সেখানে যেতে পেরেছে। তিনি আশা প্রকাশ করেছেন যে আজই অন্তত ১০০ ত্রাণবাহী লরি গাজায় পৌঁছাতে পারবে।
আরও পড়ুন-পহেলগাঁও হামলার পরই পাক হাইকমিশনে আসে ‘কেক’! সেই ব্যক্তির সঙ্গেই ‘গুপ্তচর’ জ্যোতি…
আরও পড়ুন-বড়সড় নাশকতার ছক? রাজধানীকে বেলাইন করার ষড়যন্ত্র! সঙ্গে আরও একটি ট্রেন…
ফ্লেচার আরও বলেন, গাজা উপত্যকায় ব্যাপক মানবিক সাহায্য প্রয়োজন। আরও সহায়তা সেখানে নেওয়া যায় কিনা সেটাই হবে রাষ্ট্রসংঘের সত্যিকার পরীক্ষা। অন্যদিকে গাজায় সামরিক অভিযান জোরদার করার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করে এটি বন্ধ করতে বলেছে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা। একইসঙ্গে দেশ তিনটি গাজায় ত্রাণ প্রবাহ বাড়ানোর পরামর্শ দিয়েছে। অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন এই যুদ্ধ কালই শেষ হয়ে যেতে পারে যদি হামাস সব জিম্মিকে ছেড়ে দেয় ও অস্ত্র সমর্পণ করে। এখনো হামাসের হাতে ৫৮ জন জিম্মি আছে এবং এদের মধ্যে ২৩ জন জীবিত আছে বলে মনে করা হয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)