জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: বছর ঘুরলেই লোকসভা ভোট। ‘রাজনৈতিক জোটকে আদালত নিয়ন্ত্রণ করতে পারে না’, দিল্লি হাইকোর্টে হলফনামা দিয়ে জানাল জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের মতে, ‘রাজনৈতিক জোট জনপ্রতিনিধিত্ব আইন বা ভারতীয় সংবিধান দ্বারা নিয়ন্ত্রিত কোনও সত্তা(Entity) নয়’।
আরও পড়ুন: AAP Minister Atishi’s BIG CLAIM: জানানো হল মুখ্যমন্ত্রীর গ্রেফতারির দিন! বড় দাবি মন্ত্রীর
নজরে ২০২৪। কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে জোট বেঁধেছে বিরোধীরা। ২৬ দলের সেই জোটের নাম ‘India National Developmental Incusive Alliances’। সংক্ষেপে, I.N.D.I.A।
এদিকে বিরোধী জোটের নাম নিয়ে দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন গিরিশ ভরদ্বাজ নামে এক সমাজকর্মী। তাঁর দাবি, ‘লোকসভা ভোটে দেশের নাম ব্যবহার করে বাড়তি সুবিধা নিতে চাইছে বিরোধী দলগুলি’। কেন্দ্রীয় সরকার, জাতীয় নির্বাচন ও জোটের ২৬ দলকে হলফনামার দেওয়ার নির্দেশ দেয় দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি সতীশচন্দ্র শর্মা ও বিচারপতি সঞ্জীব নারুলার ডিভিশন বেঞ্চ।
কমিশনের হলফনামায় উল্লেখ, ‘জনপ্রতিনিধিত্ব আইনের ২৯এ ধারায় জোট বা একক রাজনৈতিক দলকে অনুমোদন দেওয়া হয়। রাজনৈতিক জোট জনপ্রতিনিধিত্ব আইন বা ভারতীয় সংবিধান দ্বারা নিয়ন্ত্রিত কোনও সত্তা(Entity) নয়’।
এর আগে, বিরোধী জোটে ‘ইন্ডিয়া’ শব্দের বিরোধিতায় মামলা করা হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই আবেদন খারিজ করে দিয়েছিল শীর্ষ আদালত। বিচারপতি সঞ্জয় কিষাণ কলের পর্যবেক্ষণ ছিল, ‘রাজনীতিতে নৈতিকতার বিষয়টি আদালত নির্ধারণ করে দিতে পারে না’।
আরও পড়ুন: Big Extortion Racket: সুন্দরী গায়ে পড়া মহিলা থেকে সাবধান! ফাঁসতে পারেন ভুয়ো রেপ কেসে…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)