Dubai: বিকিনি পরার জন্য দ্বীপ কিনে দিলেও পুরুষবন্ধু নিয়ে দিলেন ভয়ংকর নিদান…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্ত্রী যাতে বিকিন পরতে পারে, তাই দুবাইয়ের শেখ কিনেছিলেন আস্ত দ্বীপ। এই উপহারে শুধু তিনি তাঁর স্ত্রীর মন জেতেননি! নেটপাড়ার একাধিক মহিলারা তাঁর উপর মুগ্ধ হয়ে যায়। কিন্তু সেই উপহারের প্রতিদানে স্ত্রীকে রোজ চোকাতে হয় কড়া মাশুল। ২৬ বছরের গৃহবধূ সৌদি আল নাদাক ইনস্টাগ্রামে নতুন এক ভিডিয়ো শেয়ার করেন। যেখানে তিনি ক্য়াপশনে লেখেন, ‘স্বামীর কঠোর নিয়ম’। ভিডিয়োটি ভাইরাল হওয়া মাত্রই মিশ্র প্রতিক্রিয়ায় ভরে যায় তাঁর কমেন্ট সেকশন।

ভিডিয়োতে দেখা যায়, একাধিক ছোট ছোট ক্লিপিংস। প্রত্যেকটিতে আলাদা আলাদা ক্যাপশন। সেখানে দেখা যাচ্ছে, তাঁর স্বামী তাঁর জন্য কিছু কড়া নিয়ম সেট করে রেখেছেন। যেমন-১. তাঁকে সবসময় জুতোর সঙ্গে ম্যাচিং করে ব্যাগ নিতে হবে। ২. সব বিল মেটানোর দায়িত্ব স্বামীর, স্ত্রীকে কোনও কাজ করা যাবে না। ৩. রান্না করা যাবে না, সবসময় বাইরেই খেতে যান তাঁরা। ৪.প্রত্যেকদিন  প্রফেশনাল লোকজন তাঁর মেকআপ-চুল সেট করে যাবে। ৫.কোনও ছেলে বন্ধু রাখা যাবে না। 

এই ভিডিয়োটি শেয়ার করে সৌদি ক্যাপশনে লেখেন, ‘আপনারা আমাকে সৌদিরেলা বলতে পারেন। কারণ আমি তাঁর রাজকন্যা।’ ভাইরাল ভিডিয়োটি সৌদি কিছুদিন আগেই পোস্ট করেছেন। ইতোমধ্যেই সেটি ৫২ হাজারের বেশি লাইক এবং ৩৫লাখের বেশি ভিউ পেয়েছে। ভিডিয়োটি নেটিজেনরা মিশ্র কমেন্টে ভরিয়ে দিয়েছে। একজন লেখেন, ‘টাকা দিয়ে সুখ কেনা যায় না।’ আবার একজন লেখেন, ‘বিশ্বাস করুন, আপনার স্বামী আপনাকে নিয়ন্ত্রণ করছে। আপনি স্বাধীন জীবনযাপন করতে চান না?’ অন্য একজন লেখেন, ‘কিন্তু তিনি আপনার মুখের হাসি কিনতে পারবে না।’ 

আরও পড়ুন:Saudi Arabia: সৌদিতে খোঁজ মিলল ৪ হাজার পুরনো শহরের! কী রয়েছে সেখানে?

উল্লেখ্য, ২৬ বছরের সৌদি আল নাদাক নামে একজন গৃহবধূ ইনস্টাগ্রামে খুবই অ্যাক্টিভ। জানা গিয়েছে, সৌদি আল নাদাক আদতে যুক্তরাজ্যের বাসিন্দা। দুবাইতে আসেন পড়াশোনা করতে। সেই সময়ই জামালের সঙ্গে সাক্ষাত্‍। তিন বছর আগে তিনি দুবাইয়ের সেই মিলেনিয়ার ব্যবসায়ীকে তিনি বিয়ে করেন। বর্তমানে সুখে সংসার করছেন। সৌদি প্রতিদিন নিজের লাইফস্টাইল স্টোরি শেয়ার করে থাকেন। নিজের বিলাসবহুল জীবনযাপনের ভিডিয়ো পোস্ট করেন। এর আগে একটি ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, তিনি এবং তাঁর স্বামী প্লেনে করে উড়ে তাদের প্রাইভেট দ্বীপে। ভিডিয়োটির উপরে লেখা, ‘বিকিনি পরতে চেয়েছিলাম, মিলেনিয়ার স্বামী দ্বীপ কিনে দিয়েছে।’ এর পাশাপাশি ক্যাপশনে লেখেন, ‘এখনও পর্যন্ত এটা তাঁর সবথেকে সেরা বিনিয়োগ।’

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link