Designers apologise for Gulmarg show: কাশ্মীরে কেলেঙ্কারি! রমজান মাসে গুলবার্গে অশ্লীল ফ্যাশন শো…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রায়বাবুর গল্পে ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’ তো আগেই পড়েছি ভূস্বর্গ যে কতটা সুন্দর তা আমরা কম বেশি সকলেই জানি। এই সুন্দর ভূস্বর্গের মধ্যেই ঘটে গেল কেলেঙ্কারি, তা নিয়ে তুমুল হইচই নেটপাড়ায়। এমনকী ভূস্বর্গেরও বেজায় হাওয়া গরম। একটি ফ্যাশান শো’কে ঘিরে সারা কাশ্মীর ঘিরেই তুলকালাম পড়ে গেছে। ঠিক যেন হইহই কাণ্ড, রইরই ব্যাপার। এমনকি কাশ্মীরের মুখ্যমন্ত্রী বলেছেন, ‘আমি গুলমার্গের এই ফ্যাশন শো নিয়ে তলব করেছি। আমারা ওই শোর সঙ্গে কোনোভাবেই যুক্ত ছিলাম না। মানুষের ক্ষোভ খুবই যুক্তি সংগত। আয়োজকেরা জম্মু-কাশ্মীরের মানুষের ভাবাবেগকে যেমন গুরুত্ব দেননি তেমনই সংবেদনশীলতাকেও কোনও গুরুত্ব দেননি।’

আরও পড়ুন- Seema Kumari’s struggle story | ছেঁড়াখোঁড়া ডাহু গ্রামের সীমা পাহাড় ডিঙিয়ে স্বপ্ন দেখাচ্ছেন হার্ভার্ডে!

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

কাশ্মীরের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শৈল শহর গুলমার্গে একটি ফ্যাশন শোর আয়োজন করেন দুই ভারতীয় পোশাকশিল্পী নরেশ ও শিভন। গুলমার্গ সাধারণত স্কি খেলার জন্য অত্যন্ত জনপ্রিয়। এবার সেখানেই হল ফ্যশন শো। ঠিকই পড়ছেন, কোনও ঝকঝকে রিসর্টে না, বরফের মধ্যেই হয়ে গেল একটি ফ্যাশন শো। খোলা ঝকঝকে আকাশের নীচে সাদা বরফের মধ্যে হয়ে গেল ব়্যাম্প শো। শহরের নানান প্রান্তের নামীদামী মডেলরা এই অনুষ্ঠানে এসে বরফের মধ্যে ব়্যাম্প শো করলেন এবং তাদের ব়্যাম্পকে কেন্দ্র করেই এখন হাওয়া গরম কাশ্মীরে।

এই ফ্যাশন শো’র মডেলদের পোশাককে ঘিরে বিতর্কের শেষ নেই। হিরিয়ত নেতা মীরওয়াইজ ওমর ফারুক এই ফ্যাশন শো’কে বলেছেন, ‘কুরুচিকর, অশ্লীল ও আপত্তিকর।’ এক্স হ্যাণ্ডেলে তিনি লেখেন,’পবিত্র রমজান মাসে এমন জঘন্য কাজ একেবারেই মেনে নেওয়া যায় না।’ একই কথা বলেন পিডিপি নেত্রী ও সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তাঁরা বলেন, ‘পবিত্র রামজানে এই অশ্লীল শো মানা যায় না।’

মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহও চুপ থাকেননি। তিনি বলেছেন,’কাশ্মীরি জনতার রাগ হওয়া স্বাভাবিক। কোনও কিছু তোয়াক্কা না করেই রমজান মাসে এই আয়োজনকে প্রশাসন কোনওভাবেই মেনে নেবে না।’ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কর্তৃপক্ষকে ২৪ ঘন্টার মধ্যেই লিখিত জমা দিতে বলা হয়েছে। ফ্যাশন শোর সমালোচনায় কেউ কেউ বিস্ময় প্রকাশ করেছেন। একজন বলেছেন, ‘রমজান তো সারা দেশেই পালিত হচ্ছে, তা বলে কী ফ্যাশন শো বন্ধ থাকবে? বরং এর জন্য কাশ্মীরের সকল মানুষের গর্ব বোধ করা উচিত।’ 

আরও পড়ুন- Eating Disorder: মোটা হয়ে যাব, ভয়ে শুধু জল খেয়ে ওজন ২৪ কেজি! ভয়ংকর মৃত্যু শ্রীনন্দার…

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link