জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:
সপ্তাহান্তে কাজের শেষে নৈশপান করতে ইচ্ছে করছিল দিল্লির এক ব্যক্তির। বারে ঢুকে সঙ্গীও পেয়ে গিয়েছিলেন যুবক। হঠাত্ই বন্ধুত্বও হয়ে যায়। দুজনে তারপর চলে দেদার মদ্যপান। ঘটনা এই পর্যন্ত ঠিকই চলছিল। এরপর তারা দুজনে আলাদা হয়ে যায়। বাড়ি ফিরে তাঁর স্ত্রীর সঙ্গে এক বিছানায় উত্তর দিল্লির গুলাবি নগরে যতীন নামে ১৭ বছর বয়সী ওই কিশোরকেই দেখেন ওই যুবক।
রাগে, হিংসায় জর্জরিত হয়ে গ্যাস সিলিন্ডার দিয়ে আঘাত করে, পিটিয়ে হত্যা করে ওই নাবালককে।
আরও পড়ুন: Terrorist Dead in Kashmir: পহেলগাঁওয়ের রক্তপাতের একমাস পার! ফের কাশ্মীরে চলছে গুলির লড়াই, নিকেশ ২ জঙ্গি…
ঘটনার মাত্র দশ দিন আগে যতীন চাকরির খোঁজে দিল্লিতে চলে এসেছিল। সুধার মাধ্যমে পরিবারের সঙ্গে পরিচয় হয়। অভিযুক্ত মুকেশ ঠাকুরের বাড়িতে ভাড়াটে হিসেবে থাকত নিহত যতীন।
অভিযুক্ত ২৫ বছর বয়সী মুকেশ ঠাকুর, নাবালক যতীনকে তার স্ত্রী সুধার সঙ্গে এক বিছানায় দেখতে পান, যার ফলে তীব্র তর্ক-বিতর্ক শুরু হয়। পরের দিন সকালে সুধা রোশনারার একটি খেলনা কারখানায় কাজ করতে যাওয়ার পর সংঘর্ষ আরও তীব্র হয়। মুকেশ রাগের বশে, যতীনের মাথায় একটি ছোট গ্যাস সিলিন্ডার দিয়ে একাধিকবার আঘাত করেন, যার ফলে কিশোরটির সঙ্গে সঙ্গেই মৃত্যু হয়।
আরও পড়ুন: Youtuber Jyoti Malhotra: পাক-ভূমে কবে প্রত্যাঘাত, ভারতের কোথায় কোথায় ব্ল্যাক আউট… সবই শত্রুপক্ষকে রিয়াল টাইমে আপডেট দিয়েছে গুপ্তচর জ্যোতি!
প্রতিবেশীরা বাড়ির বাইরের একটি ড্রেনে রক্ত বইতে হতে দেখে, ২০ মে সকাল ১০:৫৩ তে পুলিশকে ফোন করেন। সেখানে পৌঁছানোর পর,পুলিস রক্তাক্ত অবস্থায় যতীনের প্রাণহীন দেহ দেখতে পান। সেই একই ঘরে অভিযুক্ত মুকেশও উপস্থিত ছিল। ডেপুটি কমিশনার অফ পুলিশ (উত্তর), রাজা বান্থিয়া নিশ্চিত করেছেন যে মুকেশকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছিল এবং পরে বিচার বিভাগীয় হেফাজতে নেওয়া হয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)