Dead Rat In Food: মাঞ্চুরিয়ানে লুকিয়ে ইঁদুর! রেস্তরাঁয় খেতে গিয়ে ঝোলের মধ্যে থেকেই…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রেস্তরাঁয় খাবার খেতে গিয়ে জঘন্য অভিজ্ঞতার সম্মুখীন। মাঞ্চুরিয়ানের মধ্যে পাওয়া গেল আস্ত মরা ইঁদুরের বাচ্চা ( Dead Rat)। তা দেখেই চোখ কপালে গ্রাহকের। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ‘পার্পল বাটারফ্লাই হোটেল’-এ। সঙ্গে সঙ্গেই হোটেলের বিরুদ্ধে পুলিসে অভিযোগ দায়ের করা হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কয়েকজন মহিলা রেস্তরাঁয় জান খাবার খেতে। 

আরও পড়ুন, Seema Kumari’s struggle story | ছেঁড়াখোঁড়া ডাহু গ্রামের সীমা পাহাড় ডিঙিয়ে স্বপ্ন দেখাচ্ছেন হার্ভার্ডে!

কিন্তু তাদের জন্য় যে সাংঘাতিক অভিজ্ঞতা অপেক্ষা করছে তা কল্পনাও করেননি তাঁরা। গ্রেভির মধ্যে থেকেই পাওয়া গেল মরা ইঁদুরের বাচ্চা। এরপরই আতঙ্ক তৈরি হয়েছে গ্রাহকদের মনে। এমনকী রেস্তোরাঁর ম্যানেজারের কাছে অভিযোগ জানান। তবে ম্যানেজার ক্ষমা চাইলেও মহিলারা বিষয়টি পুলিসে জানান তাঁরা। কারণ রেস্তরাঁর রান্নাঘরে যাওয়ার পর সেটা দেখে অত্য়ন্ত অস্বাস্থ্যকর মনে হয় তাদের। 

প্রসঙ্গত, এয়ারোলি সেক্টর ৮ এর সেলুনের মালিক জ্যোতি কনডে ৮ ই মার্চ তার বন্ধুদের সঙ্গে মহিলা দিবস উদযাপন করতে গিয়েছিলেন। আর সেখানেই এই বিপত্তি। দূষিত খাবার এবং নোংরা রান্নাঘর উভয়ের ফটো এবং ভিডিয়ো রাবালে পুলিসকে জমা দেন তারা। পরে রাবালে থানার একজন পুলিস অফিসার জানান, “আমরা FDA  কর্মকর্তাদের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি। রেস্তোঁরাটির মালিক, ম্যানেজোর এবং কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। FDA এর আরও তদন্ত করবে।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

Source link