জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাইবার জালিয়াতদের খপ্পরে পড়ে দেড় কোটি টাকা হারালেন দক্ষিণ মুম্বইয়ের এক বৃদ্ধা। দিল্লি পুলিসের অফিসার সেজে জালিয়াতরা তাঁকে হুমকি দিতে থাকে। বলা হয়, তিনি ড্রাগ পাচার ও হাওয়ালা লেনদেনের সঙ্গে জড়িত। চাপে পড়ে তিনি জালিয়াতদের তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেল দিয়ে দেন। তার পরই ৭৮ বছরের ওই বৃদ্ধির অ্যাকাউন্ট থেকে উধাও দেড় কোটি টাকা।
আরও পড়ুন-‘আখের মতো নিংড়ে ওর রস…’! ভারতীয় তারকার অপব্যবহার, হরভজনের তোপ ম্যানেজমেন্টকে
কীভাবে ওই জালিয়াতি? বৃদ্ধার মেয়ে থাকেন আমেরিকায়। সম্প্রতি তাঁর মেয়ের জন্য তিনি ক্য়ুরিয়ারে খাবার পাঠিয়েছিলেন। এরপর এক ব্য়ক্তি ক্য়ুরিয়ার সার্ভিসের নাম করে ওই বৃদ্ধাকে ফোন করেন। তিনি বলেন তাঁর পাঠানো প্যাকেটে রয়েছে আধার, মেয়ায় পার হওয়া পাসপোর্ট, ক্রেডিট কার্ড, ড্রাগ ও ২০০০ ডলার। ফলে তিনি কোনও অপরাধ সংগঠনের সঙ্গে জড়িত।
এদিকে, ওই ঘটনার পর তাঁর কাছে একটি ভিডিয়ো কল আসে। সেখানে পুলিসের ইউনিফর্ম পরা লোক তাঁকে বলেন তিনি একজন পুলিস অফিসার। তাঁর কাছে গ্রেফতারির ওয়ারেন্ট রয়েছে।
ওই হুমকি দেওয়ার পর বৃদ্ধার কাছ থেকে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল চাওয়া হয়। তার পরই সেই অ্যাকাউন্ট থেকে দেড় কোটি টাকা চলে যায়। বিপুল টাকা হারিয়ে ওই মহিলা তাঁর এক আত্মীয়ের কাছে ওই ঘটনা বলেন। তিনি তারপর পুলিসে অভিযোগ করেন। পুলিস এনিয়ে তদন্তে নামলেও কোনও টাকা উদ্ধার করতে পারেনি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)