জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রবিবার ছুটির দিনে মর্মান্তিক এক দুর্ঘটনায় তোলপাড় রাজ্য। নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস গিয়ে পড়ল প্রায় ১০০ মিটার গভীর এক খাদে। ঘটনাস্থলেই নিহত ৫ যাত্রী। আহত ১৭ জন। তাদের অনেকের আঘাতই গুরুতর। রবিবার এমনই এক দুর্ঘটনা ঘটেছে উত্তরাখণ্ডের পাউরি জেলার দাহালচৌরিতে। দুর্ঘটনার খবর পেয়েই স্থানীয় প্রশাসন উদ্ধারে নেমে পড়ে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনকে পাঠানো হয়েছে শ্রীনগরের হাসপাতালে।
আরও পড়ুন-কুম্ভমেলায় ১৩ বছরের কিশোরীকে ‘দান’ হিসেবে নিয়ে সাসপেন্ড মোহন্ত কুশল গিরি
পাউরি গারওয়াল জেলা শাসক আশিস চৌহান সংবাদমাধ্য়মে বলেন, দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১০ জন। তাদের কয়েকজনকে শ্রীনগরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৭-৮ আহত যাত্রীকে পাউরির হাসপাতালে ভর্তি করা হয়েছে।
पौड़ी में केंद्रीय विद्यालय की ओर जाने वाले मार्ग पर बस के दुर्घटनाग्रस्त होने से चार यात्रियों के निधन का अत्यंत दुःखद समाचार प्राप्त हुआ।
ईश्वर से प्रार्थना है कि दिवंगतों की आत्मा को श्रीचरणों में स्थान एवं शोक संतप्त परिजनों को यह कष्ट सहन करने की शक्ति प्रदान करें।…
— Pushkar Singh Dhami (@pushkardhami) January 12, 2025
অভিশপ্ত বাসটি পাউরি থেকে যাচ্ছিল দাহালচৌরিতে। সেই সময় এক বাঁকের মাথায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি পড়ে যায় প্রায় ১০০ মিটার গভীর এক খাদে। বাসে ছিলেন ২২ যাত্রী। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় এসডিআরএফ টিম। সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় উদ্ধার কাজ।
এদিকে, ঘটনার খবর পেয়েই শোক প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, পাউরির বাস দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক। যেসব যাত্রীর মৃত্য়ু হয়েছে তাদের আত্মার শান্তি কামনা করছি। তাদের পরিবারবর্গকে সমবেদনা জানাচ্ছি। তাদের পাশে সরকার রয়েছে। ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু হয়েছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। যারা আহত হয়েছে তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)