Boss’s Brutal Response After Employee’s Accident

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ধরুন আপনি অফিস যাবার পথে কোনও দুর্ঘটনার শিকার হলেন এবং আপনার বসকে জানালেন কিন্তু সহানুভূতির পরিবর্তে আপনার বস আপনাকে জিজ্ঞেস করল আপনি অফিসে কখন পৌঁছাবেন। মনে হচ্ছে কঠোর? এমনটাই ঘটেছে। এক কর্মচারী তাঁর বিধ্বস্ত গাড়ির ছবি পাঠানোর পর, বস জানিয়ে দিয়েছেন যে এটি অফিসে দেরির জন্য যথেষ্ট অজুহাত নয়, এবং শুধু পরিবারে মৃত্যুকে স্বীকৃতি দেওয়া হবে।

আরও পড়ুন: Cyclone Dana: ঠিক কতটা ভয়ংকর হতে চলেছে ডানা? কোথায় কোথায় সব চেয়ে বেশি ক্ষয়ক্ষতি ঘটতে চলেছে?

X-এ  ‘কিরা’ নামে একজন লিখেছেন, ‘আপনার ম্যানেজার যদি এমন বলেন, আপনি কি প্রতিক্রিয়া জানাবেন?’ স্ক্রিনশটে দেখা যাচ্ছে, কর্মচারী তাদের বিধ্বস্ত গাড়ির ছবি পাঠিয়েছেন। এর জবাবে, বস বলেছেন, ‘আপনি কখন অফিসে আসতে পারবেন আমায় জানান। পরিবারের কারর মৃত্যু ছাড়া যেকোনো কারণে আপনি অফিসে না এলে কোম্পানী কোনও অজুহাত গ্রহণ করবে না’

আরও পড়ুন: Cyclone Dana | Puri Jagannath Temple: ভয়ংকর ‘ডানা’র আতঙ্কে এবার বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে নিল পুরীর জগন্নাথ মন্দির! বন্ধ হল…

 

‘কিরা’র পোস্টে অনেকে অনেক প্রতিক্রিয়া দিয়েছেন, একজন লিখেছেন ‘আমার ম্যানেজারও আমায় ভয় দেখিয়ে জীবন দুর্বিষহ করে দিয়েছে’। অন্য একজন বলেছেন ‘ব্লক করে দিন আর কোনও দিন ওই কোম্পানিতে কোনও দিন ফিরে যাবেন না,এবং যদি ভবিষ্যতে কোনো কোম্পানি জিজ্ঞেস করে কেন আপনি ছেড়েছেন, এই স্ক্রিনশটটি দেখাতে পারেন’ 

আরও পড়ুন: Shocking News: ফুচকা খাওয়া ভুলে যান‌! স্বাদ বাড়াতে মেশানো হচ্ছে হারপিক…

আরও পড়ুন: Menstrual Leave: ব্যথ্যা সহ্য করে আর অফিস নয়, পিরিয়ডসের সময়ে পাবেন ছুটি! ঘোষণা সরকারের

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

 

Source link