জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়ংকর! পাশবিক! অমানুষ! কোনও বিশেষণ-ই বোধহয় এই ন্যক্কারজনক ঘটনার জন্য যথেষ্ট নয়। ১ বছরের মেয়েকে ধর্ষণ! জামা ছেঁড়া। নিম্নাঙ্গ ভেসে যাচ্ছে রক্তে। চরম জঘন্যতম ঘটনাটি ঘটেছে বিহারের ধর জেলায়।
জানা গিয়েছে, ওই ছোট্ট শিশুটি বাড়ির লোকের সঙ্গে বিয়েবাড়িতে আসে। সেখানেই তার মা কিছুক্ষণের জন্য তাকে খাটের উপর ছেড়ে স্নান করতে গিয়েছিলেন। সেইসময়ই হঠাৎ মেয়ের চিৎকার শুনতে পান। চিৎকার শুনে ছুটে এসে দেখেন, তাঁর ১ বছরের ছোট্ট মেয়ের জামা ছেঁড়া। গোপনাঙ্গ ভেসে যাচ্ছে রক্তে।
ডাক্তারি পরীক্ষায় ওই ১ বছরের শিশুর গোপনাঙ্গে গুরুতর জখমের চিহ্ন মিলেছে বলে খবর পুলিস সূত্রে। এখনও পর্যন্ত নির্দিষ্ট করে কোনও অপরাধীকে শনাক্ত করা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। ওদিকে নির্যাতনের শিকার গুরুতর জখম শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন, UP Woman: দিনে ২২ ঘণ্টা ‘ফোনে প্রেম’! বিয়ের ১০ দিন আগেই টাকা-গয়না নিয়ে হবু জামাইয়ের সঙ্গে ‘ইয়ং শাশুড়ি’…
আরও পড়ুন, Union minister grand daughter shot dead: বাড়িতেই কেন্দ্রীয় মন্ত্রীর নাতনিকে গুলি করে খুন স্বামীর! ব্যাপক চাঞ্চল্য…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)