জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাঠানকোটে ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটিতে ২০১৬ সালের সন্ত্রাসবাদী হামলার অভিযুক্ত মাস্টারমাইন্ড এবং মূল সমন্বয়কারী শাহিদ লতিফ বুধবার পাকিস্তানে কিছু অজানা আততায়ীর গুলিতে নিহত হয়েছেন বলে জানা গেছে। শিয়ালকোটের শহরের বাইরে অবস্থিত একটি মসজিদে জইশ-এ-মহম্মদের সঙ্গে সম্পর্কিত সন্ত্রাসবাদী শাহিদ লতিফকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।
লতিফকে হত্যার পর হামলাকারীরা মোটরসাইকেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয় পুলিস, এর কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে। তারা এলাকাটি ঘিরে ফেলে এবং হত্যার তদন্ত শুরু করে।
আরও পড়ুন: Israel-Palestine Conflict | Jo Biden: ‘পুরোপুরি শয়তানের কাজ এটা’! হামাসের কড়া নিন্দা বাইডেনের, ইজরায়েলকে সামরিক সাহায্যও…
শাহীদ লতিফ কে ছিলেন?
লতিফকে ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সি (NIA) একটি বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (UAPA) মামলায় খুঁজছিল। তিনি পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসবাদী সংগঠন জইশ-এ-মহম্মদ (জেএম) এর একজন সিনিয়র সদস্য ছিলেন। এই সংগঠন পাঠানকোটে ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটিতে ২০১৬ সালের হামলার দায়িত্ব নিয়েছিল। ২০১৬ সালের জানুয়ারিতে, একটি সশস্ত্র সন্ত্রাসবাদী দল পাঠানকোট এয়ার ফোর্স স্টেশনে হামলা চালায়।
লতিফ ২০১৬ সালে পাঠানকোটে সন্ত্রাসবাদী হামলা সংগঠিত করা এবং শিয়ালকোট থেকে পুরো চক্রান্তটি ঘটিয়েছিল বলে মনে করা হয়। জানা গিয়েছে তিনি হামলা চালানোর জন্য চার ভয়ঙ্কর জেএম সন্ত্রাসবাদীকে পাঠানকোটে পাঠিয়েছিলেন। ১৯৯৪ সালে, লতিফকে জম্মু থেকে মাদক ও সন্ত্রাস সংক্রান্ত একটি মামলায় গ্রেফতার করা হয়েছিল। ১৬ বছরের দীর্ঘ কারাবাসের পর তাকে ২০১০ সালে ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্তানে ফেরত পাঠানো হয়।
আরও পড়ুন: Afghanistan Earthquake: ২৪০০ মৃত্যুর পরেও ফের ৬.৩ রিখটারে কাঁপল আফগানিস্তান
এনআইএ তার তদন্তে বলেছে যে লতিফ ২০১০ সালে মুক্তি পাওয়ার পর পাকিস্তানের জিহাদি কাজে ফিরে গিয়েছিল বলে ভারত সরকার তাকে সন্ত্রাসবাদী হিসাবে তালিকাভুক্ত করেছিল।
গুরুত্বপূর্ণভাবে, শাহিদ লতিফ ছিলেন তাদের মধ্যে একজন যাদের মুক্তি দাবি করেছিল সেই সন্ত্রাসবাদীরা যারা ১৯৯৯ সালে ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান IC814 হাইজ্যাক করে আফগানিস্তানের কান্দাহারে নিয়ে গিয়েছিল।
সেই মাসুদ আজহার বিমানে হস্টেজ অবস্থায় আটক ১৮৯ জন যাত্রী এবং ক্রু সদস্যদের বিনিময়ে মুক্তিপ্রাপ্ত বন্দীদের মধ্যে একজন ছিলেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)