জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতারের পর বাংলাদেশের চট্টগ্রামে গ্রেফতার আরও এক সন্ন্যাসী। কী কারণে ওই সন্ন্যাসীকে গ্রেফতার করা হয়েছে তা পুলিসের তরফে এখনও বলা হয়নি। তবে জানা যাচ্ছে শ্যামদাস প্রভু নামে ওই সন্ন্যাসী জেলে চিন্ময়কৃষ্ণ দাসের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।
আরও পড়ুন-বাংলাদেশে ইস্কনের কাজে নিষেধাজ্ঞা? গুরুত্বপূর্ণ নির্দেশ হাইকোর্টের…
সূত্রের খবর শ্যামদাস প্রভু জেলে চিন্ময়কৃষ্ণ দাসের জন্য প্রসাদ নিয়ে গিয়েছিলেন। ওই সন্ন্যাসীকে গ্রেফতারে কোনও পরোয়ানা চট্টগ্রাম পুলিসের হাতে ছিল না। গ্রেফতারের বিষয়টি স্বীকার করেছেন কলকাতায় ইস্কনের মুখপাত্র ও ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। এক্স হ্যান্ডেলে করা এক পোস্টে রাধারমণ লিখেছেন, আজ আরও এক সন্ন্যাসী শ্যামদাস প্রভুকে গ্রেফতার করেছে চট্টগ্রাম পুলিস।
Does he look like a terrorist?#FreeISKCONMonks Bangladesh. The arrest of innocent #ISKCON brahmacharis are deeply shocking & disturbing. pic.twitter.com/VG6u7jlnXB
— Radharamn Das राधारमण दास (@RadharamnDas) November 30, 2024
উল্লেখ্য, দেশদ্রোহের অভিযোগ চট্টগ্রামে গ্রেফতার করা হয়েছে ইস্কনের প্রাক্তন সদস্য চিন্ময়কৃষ্ণ দাসকে। তাঁর বিরুদ্ধে বাংলাদেশের জাতীয় পতাকার অপমান ও প্ররোচনামূলক ভাষণ দেওয়ার অভিযোগ রয়েছে। এনিয়ে ভারত ও বাংলাদেশে উত্তেজনা বাড়ছে।
চিন্ময়কৃষ্ণের গ্রেফতারের পর কলকাতায় এনিয়ে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ হয়েছে। গ্রেফতারের ঘটনার পরপরই প্রতিবাদ ও নিন্দা জানায় ভারত এবং শাসক দল বিজেপি। এখন প্রশ্ন হল, কে এই চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী? আর কেনইবা তাকে গ্রেফতার হতে হলো কিংবা গ্রেফতারের পরই বা কেন চারদিকে এতো আলোচনা-সমালোচনার সৃষ্টি হলো? চিন্ময় কৃষ্ণ দাস আসল নাম চন্দন কুমার ধর। গত ৫ আগস্ট বাংলাদেশের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর একাধিক সমাবেশের নেতৃত্ব দেন তিনি। তার দাবি, বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের উপর হওয়া ‘নিপীড়নের’ বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এ সমাবেশ। তবে তার কর্মকাণ্ড নিয়ে বিতর্ক দানা বাঁধে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)