Bangladesh: হাতে আর ৪ দিন, আদানিদের বকেয়া না মেটালে অন্ধকারে ডুববে বাংলাদেশের বিরাট এলাকা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সময়সীমা বেঁধে দিল আদানি পাওয়ার। আগামী ৭ নভেম্বরের মধ্যে বকেয়া বিদ্যুতের দাম মেটাতে হবে আদানি পাওয়ারকে। তা না হলেও বাংলাদেশে বিদ্য়ুত্ সরবারহ বন্ধ করে দেবে আদানির কোম্পানি। বাংলাদেশের কাছে আদানি পাওয়ারের পাওনা ৮৫০ মিলিয়ন ডলার।

আরও পড়ুন-প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদে ভাঙচুর! ওদিকে মহিলার মুখে ছোড়া হল মদ…

গত ৩১ অক্টোবরের মধ্যে বকেয়া বিদ্যু্ত্ বিল পরিশোধের কথা ছিল বাংলাদেশের। তা পরিশোধ করতে তারা পারেনি। এর মধ্যে বাংলাদেশ বিদ্যুত্ উন্নয়ন বোর্ড ১৭০ মিলিয়ন ডলার ঋণ শোধ করার চেষ্টা করেছিল। কিন্তু বিভিন্ন কারণে তা আটকে যায়।

বকেয়া পরিশোধে বিলম্বের কারণে আদানি পাওয়ার ঝাড়খণ্ড গত ৩১ অক্টোবর থেকে বাংলাদেশে তাদের বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে।

পাওয়ার গ্রিড বাংলাদেশের (পিজিবি) ওয়েবসাইটে শুক্রবার প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ঝাড়খণ্ডের গড্ডা প্ল্যান্ট ১ হাজার ৪৯৬ মেগাওয়াট স্থাপন ক্ষমতার বিপরীতে ৭২৪ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছে।

বাংলাদেশ বিদ্যুৎ বিভাগের তরফে দাবি করা হয়েছে যে, আগের বকেয়া অর্থ মিটিয়ে দেওয়া হলেও জুলাই মাস থেকে আদানি গোষ্ঠী বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে। সাপ্তাহিক ১৮ মিলিয়ন ডলার করে আদানি পাওয়ারকে দেওয়া হলেও আদানির সংস্থার তরফে প্রতি সপ্তাহেই অতিরিক্ত ২২ মিলিয়ন ডলার চার্জ করা হচ্ছে। যে কারণে এই বিপুল অর্থ বাকি পড়ে রয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link