সেলিম রেজা, ঢাকা: রাজধানী ঢাকার উত্তরখানে খুন হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের ভাইস প্রিন্সিপাল সাইফুর রহমান ভূঁইয়া (৫০)। রবিবার রাতে রাজধানী ঢাকারল উত্তরখানে নিজের বাড়ি থেকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। উদ্ধারের পর তাঁকে ঢাকার লেক ভিউ হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সোমবার সন্ধ্যায় স্থানীয় হাসপাতালে মরদেহের সুরতহাল করে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর উদ্যোগ নেয় পুলিশ। ঢাকার উত্তরখান থানার ওসি জিয়াউর রহমান বিষয়টি জি ২৪ ঘন্টার বাংলাদেশ প্রতিনিধিকে নিশ্চিত করেছেন। তিনি টেলিফোনে বলেন, সুরতহাল রিপোর্ট অনুযায়ী এটা স্পষ্ট মার্ডার। কে বা কারা কেনো এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঢাকার উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল হাসান জি ২৪ ঘন্টার প্রতিনিধিকে জানান, স্থানীয় সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যার দিকে ঢাকার উত্তরখান এলাকার লেক ভিউ হাসপাতাল থেকে শান্তিনগর এলাকায় অবস্থিত হাবিবুল্লাহ বাহার কলেজের ভাইস প্রিন্সিপালের মৃতদেহ উদ্ধার করা হয়। তার মুখ-সহ সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, গত ছয় মাস যাবত তিনি ঢাকার উত্তরখান মাজার রোড পুরান পাড়া এলাকার একটি ফ্ল্যাটে একাই থাকতেন। আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, দুই-একদিন আগে তার বাসায় অতিথি আসেন। এদের মধ্যে একজন ছেলে একজন মেয়ে। ঘটনার পর থেকে তাদের আর পাওয়া যাচ্ছে না।
স্থানীয় লোকজন ভাইস প্রিন্সিপালকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকার লেকভিউ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, নিহতের পরিবারের লোকজন ও স্ত্রী ঢাকার শান্তিনিকেতন এলাকায় থাকেন। বিস্তারিত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা খোঁজখবর নিচ্ছেন।
আরও পড়ুন, Britain’s worst rapist: ‘পছন্দ ঘুমন্ত মহিলাদের সঙ্গে সেক্স’! নিজের ফ্ল্যাটেই ৬০ মহিলাকে…’নিকৃষ্ট ধর্ষক’ এই যুবক!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)