Bangladesh: বদলের বাংলাদেশে রেকর্ড সংখ্যক পুলিসের ভারতে আসার আবেদন!

সেলিম রেজা। ঢাকা: বদলের বাংলাদেশে হঠাৎ ভারতে যাওয়ার হিড়িক পড়েছে বাংলাদেশের পুলিস সদস্যদের মধ্যে। বাংলাদেশ পুলিস সদর দপ্তর মাত্র তিন দিনেই ৫৫ পুলিস সদস্যকে ভারতে যাওয়ার অনুমতি ও ছুটি মঞ্জুর করেছে। এ ধরনের আরও প্রায় ১০০ জনের বিষয়ে আবেদন জমা পড়েছে। 

ভারতে যাওয়ার অনুমতি পাওয়া পুলিস সদস্যদের মধ্যে পরিদর্শক থেকে শুরু করে সার্জেন্ট, এসআই, এএসআই ও কনস্টেবলও রয়েছেন। তাঁদের সবাই যাচ্ছেন নিজের বা পরিবারের সদস্যদের চিকিৎসা করাতে। এ জন্য তাঁদের দুই মাস থেকে শুরু করে সর্বনিম্ন ১০ দিনের ছুটি দেওয়া হয়েছে।

এর আগে বাংলাদেশের এত সংখ্যক পুলিস সদস্য একসঙ্গে চিকিৎসার জন্য ভারতে যাননি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। হঠাৎ চিকিৎসার জন্য এতো পুলিস সদস্যের ভারতে যাওয়াকে অস্বাভাবিক বলে মনে করছেন কেউ কেউ।

জানতে চাইলে বাংলাদেশ পুলিসের মহাপরিদর্শক মহম্মদ ময়নুল ইসলাম বলেন, ‘চিকিৎসার জন্য ভারতে যেতে যাঁদের অনুমতি দেওয়া হয়েছে, তা যথাযথ প্রক্রিয়া মেনেই হয়েছে। তারপরও বিষয়টি আমরা “রি-চেক” করব। যদি কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকে, আমরা আবারও খতিয়ে দেখব।’

আরও পড়ুন, Bangladesh: পরিবারের সায় নেই, ভিডিয়ো কলেই আত্মহত্যা যুগলের

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link