সেলিম রেজা, ঢাকা: বদলের বাংলাদেশে রাজধানী ঢাকার মিরপুরে একটি আবাসিক হোটেলে আকবর আলী মণ্ডল (৩৮) নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। হঠাৎ অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ভোর সাড়ে ৪টার দিকে বন্ধুরা তাঁকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।মৃত আকবর আলী ভারতের মুর্শিদাবাদ ডোমকল থানার কোপরা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আমির উদ্দিন মন্ডল। এলাকায় কৃষিকাজ করতেন তিনি।
মৃত আকবর আলী মণ্ডলের বাংলাদেশি বন্ধু মাহমুদুর রহমান জানান, আকবর আলী-সহ আরও ৬ বন্ধু মিলে মুর্শিদাবাদ থেকে বাংলাদেশে বেড়াতে এসেছেন। ঢাকার মিরপুর ১০ নম্বর সেকশনের নিউ রোজ হ্যাভেন আবাসিক হোটেলের ৩ তলায় একটি কক্ষে ভাড়া উঠেন। রাত সাড়ে ৩টার দিকে ঘুমের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আকবর আলী। দ্রুত তাকে স্থানীয় অলোক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মিরপুর হার্ট ফাউন্ডেশন ঘুরে ঢাকা মেডিক্যা ৃল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান।
আরও পড়ুন:Bangladesh | Adani Group: বিদ্যুত্ সরবারহ ৬০ শতাংশ কম করে দিল আদানি গোষ্ঠী, অন্ধকারে ঢুবতে চলেছে বাংলাদেশ
বন্ধু মাহমুদুর রহমান আরও বলেন, আমার মায়ের চিকিৎসার জন্য ভারতে গেলে সেখানে সকল ধরনের সাহায্য করতেন আকবর। সেই সূত্রে আমাদের মধ্যে বন্ধুত্ব হয়। শুক্রবার তারা ৬ জন মিলে বাংলাদেশে বেড়াতে আসেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিস ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জি ২৪ ঘন্টার বাংলাদেশ প্রতিনিধিকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি মিরপুর থানায় অবহিত করা হয়েছে। পাশাপাশি ঢাকার ভারতীয় দূতাবাসকেও অবহিত করা হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)