Bangladesh: ধর্ষণের শিকার কিশোরীকে চুল কেটে গ্রাম ঘোরানোর হুমকি, অপমানে….

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ধর্ষণের শিকার হয়েছিল কিশোরী। তারই সালিশিসভায় তাকেই দোষী সাব্যস্ত করে গ্রামের মাতব্বররা। তার জেরে আত্মঘাতী হল কিশোরী। এনিয়ে তোলপাড় এলাকা। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের লক্ষ্মীপুরের রামগতি উপজেলায়।

আরও পড়ুন-পিকনিকে নিয়ে গিয়ে বর্বর শিক্ষকের লালসার শিকার ছাত্রী! জানালেই…

ওই ঘটনার পর কিশোরীর মা ধর্ষণে অভিযুক্ত রাকিব হোসেনর বিরুদ্ধে পুলিসে অভিযোগ করেন। তার জেরেই রাকিবকে গ্রেফতার করেছে পুলিস। বিকেলে তাকে আদালতে তোলা হয়। রাকিবের বাড়ি রামগতির চর কোলাকোপা এলাকায়।

মৃত কিশোরীর মা মোট ১২ জনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেওয়া-সহ একাধিক অভিযোগ করেন। রাকিবকে প্রধান অভিযুক্ত হিসবে উল্লেখ করা হয়। তদন্তে নেমে হেলাউদ্দিন নামে একজনকে গ্রেফাতার করেছে।

পুলিস সূত্রে খবর, ১ মার্চ নিজের বাড়িতেই ধর্ষণের শিকার হয় ওই কিশোরী। বিষয়টি জানাজানি হতেই পাড়ায় সালিশিসভা ডাকা হয়। সেই সালিশিসভায় ওই কিশোরীকেই দোষী বলে চিহ্নিত করা হয়। তার পর থেকে সেই চপচাপ হয়ে যায়। গত ৬ মার্চ কিশোরীর মা গিয়েছিলেন জমিতে। সেই সুযোগে আত্মঘাতী হয় ওই কিশোরী।

কিশোরীর পরিবারের দাবি, ১ মার্চ রাতে ঘরে ঢুকে কিশোরীকে রাকিব ধর্ষণ করে। কিশোরীর মা টের পেয়ে ঘরে ঢুকলে রাকিব পালিয়ে যান। তাৎক্ষণিকভাবে ঘটনাটি তিনি রাকিবের মা–বাবাকে জানান। পরে এ নিয়ে অভিযুক্ত রাকিবের পরিবার একটি সালিশি বৈঠকের আয়োজন করে। বৈঠকে ধর্ষণের ঘটনায় কোনো বিচার করা হয়নি। উল্টো কিশোরীকে অপবাদ দেওয়া হয়। এরপর মামলার আরেক আসামি হেলাল উদ্দিন কিশোরীর বাড়িতে ঢুকে তার চুল কেটে গ্রামে ঘোরানোর হুমকি দেন। ওই দিনই কিশোরী আত্মহত্যা করে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link