জি ২৪ ঘণ্টা ডিজটাল ব্যুরো: ভিড় দোকানে গটগটিয়ে ঢুকে পড়ল হনুমান। সবাই দেখে রাস্তা ছেড়ে দিতেই সে উঠে বসল টেবিলের উপরে। বাংলাদেশের মেহেরপুরের কাছারি বাজারের ঘটনা। দোকানের সবাই ভেবেছিলেন, হয়তো খাবারের লোভে দোকানে ঢুকেছে। কিন্তু না। টেবিলে উঠে সে অপলক তাকিয়ে থাকল তার হাতের ক্ষতের দিকে। তখন সবার বুঝতে অসুবিধে রইল না, হয়তো বলছে, তোমরা আমার এই ক্ষতটার কিছু একটা করো।
আরও পড়ুন-দেশে ফেরত পাঠানো আগেই মৃত্যু জেলবন্দি ভারতীয়র, বাংলাদেশ থেকে ফিরল বিজলি রায়ের দেহ
দোকানের লোকজন প্রথমে কিছুটা ভয় পেলেও হনুমানের হাতের ওই ক্ষত দেখে তারা বুঝে যান চিকিত্সা করতে হবে। ধীরে ধীরে সাহস সঞ্চয় করে দোকানের মালিক বিটাডিন দিয়ে ক্ষতস্থান ধুয়ে দেন। কিছুই করেনি হনুমানটি। তারপর ওষুধ লাগিয়ে ক্ষতস্থানটি ব্যান্ডেজ বেঁধে দেন। দেখেশুনে দোকানের মানুষজনের মনে হয় হনুমানটি বেশ খানিকটা স্বস্তি পেয়েছে। ব্যান্ডেজ হওয়ার পরও বেশকিছুক্ষণ টেবিলে বসে থাকে হনুমানটি। তারপর ধীরে ধীরে টেবিল থেকে নেমে গুটি গুটি পায়ে দোকান থেকে বেরিয়ে যায়। গোটা ঘটনা দেখে দোকানের সামনে জটলা পাকিয়ে দেন মানুষজন।
উল্লেখ্য, মেহেরপুর এলাকায় হনুমানের উত্পাত রয়েছে। এলাকা দাপিয়ে বেড়ায় কমপক্ষে ৭০-৮০টি হনুমান। তারা দল করে ঘুরে বেড়ায়। কখনও দেকানে, কখনও মানুষের ঘরে খাবারের সন্ধানে ঢুঁ মারে। সেই হনুমান যে ওষুধের দোকানে ঢুকে পড়বে তা ভেবে অনেকেই আশ্চর্য হয়ে যাচ্ছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)