Bahraich Encounter: আশঙ্কা ছিলই, যোগীর এনকাউন্টার মডেলেই গুলিতে উড়ে গেল বহরাইচ ঘটনায় অভিযুক্ত ২…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল: পরিবার আশঙ্কা করেছিল আগেই। মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে অনুরোধও করেছিলেন যাতে এই ঘটনা না ঘটে। দিন গড়াতে না গড়াতেই সেই আশঙ্কা সত্যি হল। বহরাইচ খুনের কেসে অভিযুক্ত দু’জনকে এনকাউন্টারে মারল পুলিস।

আরও পড়ুন, Maharastra Assembly Election: ভুয়ো কেসে শাহরুখ-পুত্রকে ফাঁসানো! জেলখাটা সমীর এ বার বিজেপি জোটে…

রবিবার উত্তরপ্রদেশের বহরাইচে দুর্গাপুজো প্রতিমা বিসর্জনের সময় মিছিল মুসলিম অধ্যুষিত এলাকা দিয়ে যাওযার সময় দুই পক্ষের বচসা বিবাদ শুরু হয়। বিবাদ বাড়লে পাথর ছোঁড়া হয়, এমনকি চালানো হয় গুলিও। মৃত্যু হয় ২২ বছরের রামগোপাল মিশ্রর। তারপর থেকেই বিক্ষোভ, উত্তেজনায় এলাকার পরিস্থিতি জ্বলে ওঠে। আগুন ধরিয়ে দেওয়া হয় দোকান,বাজার, যানবাহনে। ঘটনায় প্রায় ৪০ জনকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিস। রামগোপাল খুনের ঘটনায় গ্রেফতার হওয়া যুবকদের মধ্যে আব্দুল হামিদ নামক এক ব্যক্তি ছিলেন, যার পরিবারের বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যায় পুলিস। আব্দুল হামিদের মেয়ে রুখসারের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরে বৃহস্পতিবার। সেখানে রুখসার বলেন, “…গতকাল বিকেল ৪টায়, আমার বাবা আব্দুল হামিদ, আমার দুই ভাই সরফরাজ, ফাহিম এবং তাদের সাথে থাকা আরেক যুবককে ইউপি এসটিএফ তুলে নিয়ে যায়। তারা কোথায় আছে আমি জানি না। আমার স্বামী ওসামা এবং আমার দেওর শহীদকে ইতিমধ্যেই তুলে নেওয়া হয়েছে। কোনও থানা থেকে তাদের বিষয়ে কোনো খবর পাওয়া যাচ্ছে না। ভুয়ো এনকাউন্টারে তাদের হত্যা করা হতে পারে বলে আমরা আশঙ্কা করছি। আমি আমার পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রী মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীর কাছে অনুরোধ করছি।” ঠিক এর পরই একই দিনে গ্রেফতার হওয়া সরফরাজ ও তালিবকে এনকাউন্টার করে হত্যা করে পুলিস। উত্তরপ্রদেশ পুলিস জানিয়েছে, তারা নেপালে পালিয়ে যাচ্ছিল। 

২২ বছর বয়সী রামগোপাল মিশ্র ১৩ অক্টোবর বহরাইচে একাধিকবার গুলিবিদ্ধ হন। জানা গিয়েছে, রামগোপাল আব্দুল হামিদের বাড়ি থেকে সবুজ পতাকা সরিয়ে গেরুয়া পতাকা লাগিয়ে দেন। 

আরও পড়ুন, Supreme Court of India: নভেম্বরে অবসর, তার আগে দেশের পরবর্তী প্রধান বিচারপতির নাম প্রস্তাব চন্দ্রচূড়ের!

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link