জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অসমে প্রকাশ্যে গোমাংস ভক্ষণ নিষিদ্ধ হল। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বুধবার এই বড় ঘোষণা করলেন। জানালেন, কোনও হোটেল, রেস্তরাঁ, অনুষ্ঠানবাড়ি বা জনসমক্ষে কোথাও গোমাংস পরিবেশন করা বা খাওয়া যাবে না। এর আগে গোহত্যা আটকানোর জন্য একটি আইন আনা হয়েছিল। সেই আইনের তিন বছরের মাথায় নতুন আইন আনল হিমন্ত সরকার।
#WATCH | Delhi: Assam CM Himanta Biswa Sarma says, “…In Assam, we have decided that beef will not be served in any restaurant or hotel and also it will not be served in any public function or public place, so from today we have completely decided to stop the consumption of beef… pic.twitter.com/B4URmVRBTW
— ANI (@ANI) December 4, 2024
বুধবার হিমন্ত জানান, গোমাংস ভক্ষণ নিয়ে বৈঠকে বসেছিল রাজ্যের ক্যাবিনেট। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়, গোমাংস নিয়ে যে আইন রয়েছে সেটি সংশোধন করা হবে। এতদিন নিয়ম ছিল বিক্রি করা যাবে না। কিন্তু এখনও পুরোপুরি ‘ব্যান’ করে দিল বিজেপি সরকার।
আরও পড়ুন: Delhi: ‘মর্নিং ওয়াক’ করে এসে চক্ষু চড়ক গাছ! পর পর পড়ে তিন নিথর দেহ…
হিমন্তর এই ঘোষণার পর অসমের মন্ত্রী পীযূষ হাজারিকা সোশ্যাল মিডিয়ায় কংগ্রেসকে টার্গেট করে লেখেন, ‘কংগ্রেসের দিকে চ্যালেঞ্জ দিলাম আসামের বিফ ব্যানের নতুন আইনকে সমর্থন করুন। নইলে পাকিস্তানে চলে যান।’ যদিও বেশকিছুদিন ধরেই হিমন্ত ইঙ্গিত দিচ্ছিলেন গোমাংস বন্ধ করার। রবিবার সাংবাদিক বৈঠকেও জানিয়েছিলেন সেই কথা।
হিমন্তের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন বিরোধীরা। তাঁদের মতে মানুষ কী খাবেন আর কী খাবেন না এই বিষয়ে সরকার কোনদিনও হস্তক্ষেপ করতে পারে না। পাশাপাশি বিজেপি সরকার অন্যান্য রাজ্যেও রয়েছে সেখানে কেন গোমাংস নিষিদ্ধ করতে পারছে না?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)