রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আবহেই বিহারে বিজেপি বিরোধী জোটে শান দিতে পাটনা পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্দেশ্য, লোকসভা ভোটের আগে ঐকমত্য তৈরি। ২০২৪ সালের নির্বাচনে বিজেপির বিরুদ্ধে তাদের ঐক্যবদ্ধ লড়াইয়ের “প্রথম খসড়া” প্রস্তুত করতে শুক্রবার পাটনায় শীর্ষ বিরোধী নেতারা মিলিত হয়েছে। তবে AAP প্রধান অরবিন্দ কেজরিওয়ালের শেষ মুহূর্তের ওয়াকআউটের হুমকি দিয়েছেন। মোদী সরকারের বিতর্কিত অর্ডিন্যান্সের বিরুদ্ধে কংগ্রেস কেজরিওয়ালের সমর্থন ঘোষণা না করলে তিনি বৈঠক থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন।
Updated By: Jun 22, 2023, 06:49 PM IST