জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেহ ব্যবসায় জড়িয়ে ৪ উঠতি অভিনেত্রী। এখনও পায়ের তলায় জমি শক্ত হয়নি! লড়ছেন কেরিয়ারের জন্য! এদিকে দেহ ব্যবসায় জড়িয়ে পড়েছিলেন তাঁরা! এমনই ৪ অভিনেত্রীকে উদ্ধার করল পুলিস। বড়সড় মধুচক্রের পর্দাফাঁস।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
৪ উঠতি অভিনেত্রীর সঙ্গে একজন মিডলম্যানকেও গ্রেফতার করেছে পুলিস। ধৃতের নাম শ্যাম সুন্দর অরোরা। অভিযোগ, সে-ই ওই উঠতি অভিনেত্রীদের দেহ ব্যবসায় নামায়। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে। মুম্বই শহরের পাওয়াই এলাকার একটি হোটেল থেকে ৪ উঠতি অভিনেত্রীকে উদ্ধার করে পুলিস। পুলিস জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়েই হানা দেয় পুলিস।
পুলিসের কথায়, “সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই পুলিস ওই হোটেলে একটি ফাঁদ পাতে। তাতেই ধরা পড়ে শ্যাম সুন্দর অরোরা নামে ওই ব্যক্তি। জেরায় জানা যায়, সে মধুচক্রের দালাল। উঠতি অভিনেত্রীদের জোর করে দেহ ব্যবসায় নামাত সে।” উদ্ধার হওয়া ৪ অভিনেত্রীর মধ্যে একজন হিন্দি টিভি সিরিয়ালে কাজও করেছে।
মুম্বইয়ের পাওয়াই থানায় ধৃত ব্যক্তি ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। এই চক্রের সঙ্গে আরও কারা কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিস।
আরও পড়ুন, Sex in Jail: পোশাক ছিঁড়ে জেলের ভিতর বন্দিদের সঙ্গে উদ্দাম সেক্স মহিলা গার্ডদের! আরও নোংরামো! ফাঁস চরম অন্ধকার সত্যি…
Britain’s worst rapist: ‘পছন্দ ঘুমন্ত মহিলাদের সঙ্গে সেক্স’! নিজের ফ্ল্যাটেই ৬০ মহিলাকে…’নিকৃষ্ট ধর্ষক’ এই যুবক!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)