জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আবাস থেকে একশো দিনের কাজ। বাংলার মানুষের টাকা আটকে রাখছে নির্মম কেন্দ্র। যখন তখন এজেন্সির অপপ্রয়োগ। লকডাউনের ধাঁচেই ট্রেন বাতিল স্বৈরচারী মোদী সরকারের। দিল্লি চলোর আগেই চড়া সুর অভিষেকের। কেন্দ্রের বরাদ্দ-বঞ্চনায় অলআউট বাংলার শাসক। ১০০ দিনের বকেয়া আদায়ে দিল্লি চলোয় অনড় তৃণমূল। শুধুই সড়কপথে নয়। দুপুরেই রাজধানী এক্সপ্রেসে রেলপথেও টিম ঘাসফুল।
আরও পড়ুন, ঝড়ের আশঙ্কা, হবে বৃষ্টি! পুজোও কি ভাসবে? জেনে নিন আগামী ক’দিনের আবহাওয়ার লেটেস্ট আপডেট…
রামলীলায় অনুমতি দেয়নি। কৃষি ভবনেও ধর্নায় না। বারবার ইডি তলব। ইঞ্চিতে ইঞ্চিতে কেন্দ্রকে তোপ অভিষেকের। অভিযান বানচালের ছকে ট্রেন বাতিল। দিল্লিতে গায়ে হাত পড়ে ইট কা জবাব পাত্থর সে। নাম নিয়ে মোদীকে চ্যালেঞ্জ। শনিবার ভার্চুয়াল ভাষণে ‘দিল্লি চলো’ মিশন শান্তিপূর্ণভাবে করারই বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংক্ষিপ্ত ভাষণে তাঁর স্পষ্ট কথা, ”বাংলার বকেয়া আনবই, কেউ রুখতে পারবে না। কিন্তু শান্তিপূর্ণভাবে, গণতান্ত্রিক পদ্ধতিতে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা হবে।”
ফাইট ফর রাইটস। সুবিচার না পাওয়া পর্যন্ত সূর্যাস্ত নয়। নয়া স্লোগানে শান দিয়ে দিল্লি চলোর ব্লুপ্রিন্ট। দ্বিতীয় দিনে রাজঘাটে অবস্থান। গান্ধীস্মরণ বাংলাতেও। তৃতীয় দিনে যন্তর মন্তরে বিক্ষোভ। অভিযানের সুর বাঁধলেন অভিষেক। এদিন তিনি বলেন, “২ অক্টোবর একটি শান্তিপূর্ণ অবস্থান করার জন্য একাধিকবার দিল্লি পুলিশের কাছে আবেদন করেছিলাম। সর্বত্র আমাদের অনুমতি দিতে অস্বীকার করেছে। কিন্তু, কোনও বাধাই কাজ করবে না। বাংলার মানুষের আন্দোলন এবং লড়াই করার অধিকার দিল্লির সরকার ছিনিয়ে নিতে চাইছে। জল দেব না, ঘর দেব না, প্রতিবাদ করার অধিকার দেব না।”
এর আগেও ট্রেন বাতিল করে আটকানো যাবে না। বিকল্প ব্যবস্থা করে নেবে তৃণমূল। বাংলার বঞ্চিত মানুষের কণ্ঠস্বর দিল্লিতে পৌছবেই। ক্ষমতা থাকলে আটকে দেখাক। বাংলায় হেরে গিয়েছে বলে টাকা আটকে রেখেছে কেন্দ্র। দুর্নীতি হয়ে থাকলে তদন্ত করে, ব্যবস্থা নিক কেন্দ্র। নেতাজি ইন্ডোরে হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
আরও পড়ুন, Hooghly: ‘পাহাড়ের টান বুঝবে না’, দ্বিতীয় কেদারে নিখোঁজ চন্দননগরের রাজীব, অপেক্ষায় স্ত্রী-মেয়ে!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)