China H9N2 Case: করোনার পর এবার 'চিনা নিউমোনিয়া', উদ্বিগ্ন কেন্দ্রের কড়া নজরদারি!

 উত্তর চিনে সম্প্রতি স্কুলপড়ুয়াদের মধ্যে ছড়িয়ে পড়েছে এক রহস্যজনক রোগ। এই রোগের উপসর্গ কতকটা ইনফ্লুয়েঞ্জার মতো। আক্রান্ত শিশুদের নিশ্বাস নিতে সমস্যা হচ্ছে বলে জানা গিয়েছে। রোগটিকে ‘অজানা নিউমোনিয়া’ বলে উল্লেখ করা হয়েছে। এই ‘অজানা নিউমোনিয়া’ নিয়ে চিনের থেকে রিপোর্ট চেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এসবের পরই চিন্তার ভাঁজ কেন্দ্রের কপালে। নড়েচড়ে বসেছে ভারত সরকার। 

Source link