জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সবার চোখের সামনে ঘটে গেল মারাত্মক ঘটনা। ভাইয়ের সঙ্গে বাস থেকে নামতেই তাদের ঘিরে ধরল বাইক আরোহী ২ যুবক। এদের একজন হ্যাঁচকা টানে তরুণীকে তুলে নিল বাইকের পেছনের সিটে। তারপর মুহূর্তে উধাও হয়ে গেল বাইক। সোমবার সিনেমার মতো ওই ঘটনা ঘটেছে গোয়ালিয়রের ঝাঁসি রোড এলাকায়। তরুণীর সন্ধানে তল্লাশিতে নেমেছে পুলিস।
আরও পড়ুন-তিন জেলায় প্রকল্পে অসঙ্গতি! রাজ্যকে আবাস যোজনার বরাদ্দ নিয়ে চিঠি কেন্দ্রের
গোটা ঘটনাটি অবশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। সোমবার সকাল সাড়ে নটা নাগাদ ওই ঘটনা ঘটে একটি পেট্রাল পাম্পের কাছে। পুলিস সূত্রে খবর, অপহৃত তরুণীর নাম প্রাচী ব্যাস। দাতিয়ার বড়া গ্রাম এলাকার বাসিন্দা। বাসে গোয়ালিয়ারে এসেছিলেন কাকার গৃহপ্রবেশের অনুষ্ঠানে। পেট্রোল পাম্পে বাস থেকে নামতেই ঘটে যায় ওই ঘটনা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বাস থেকে প্রাচী ও তার ভাই নামতেই বাইক আরোহী ২ যুবক তাদের ঘিরে ধরে। প্রাচীকে টেনে বাইকে তুলে নিয়ে চলে যায় তারা। ঘটনার পরপরই থানায় খবর দেওয়া হয়। পুলিস ঘটনাটি জানায় শহরের সব নাকা চেকিংয়ে। তার পরেও ওই বাইকটির নাগাল পাওয়া যায়নি।
এদিকে, পুলিস অন্য কথা বলছে। তাদের দাবি, অপহরণকারী ২ যুবকের মধ্যে রোহিত কুশওয়াহা প্রাচীর পূর্ব পরিচিত। তারও বাড়ি বড়া গ্রামে। এর আগে প্রাচীর বাড়িতে গিয়েও একবার ঝগড়ায় জড়িয়েছিল রোহিত। ফলে পরিবারেরও আশঙ্কা, ওই অপহরণের ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে রোহিত। এক সাক্ষী ছবি দেখে রোহিতকে চিহ্নিতও করেছেন। তার পরেই পুলিসের সন্দেহ আরও তীব্র হয়েছে রোহিতের উপরে। তবে প্রাচীর সন্ধান এখনও করতে পারেনি পুলিস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)