ইতিমধ্যেই ৫ মৃত্যু, দেশ জুড়ে সংক্রমণ লাফিয়ে বাড়ছে! নতুন মারণ রোগ?Scrub Typhus five people have died Odisha nine people have succumbed to the infection in Himachal Pradesh

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ওডিশা ও হিমাচল প্রদেশে স্ক্রাব টাইফাস। ওডিশায় ৫ জনের মৃত্যু ঘটেছে ইতিমধ্যেই। হিমাচলে ৯ জনের শরীরে স্ক্রাব টাইফাসের সংক্রমণ পাওয়া গিয়েছে। 

ওডিশায় ৫ জনের মৃত্যুর পাশাপাশি ৪ জনের দেহে এর সংক্রমণও ধরা পড়েছে। ওডিশায় মূলত বারগার জেলাতেই সংক্রমণ ধরা পড়েছে। ওডিশা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হলেও হাত গুটিয়ে বসে নেই। সব ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে সংক্রমণ লাফিয়ে বাড়ছে হিমাচল প্রদেশের সিমলায়। সিমলার ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে একই ধরনের সংক্রমণ নিয়ে অনেকেই ভর্তি হচ্ছেন। এখনও পর্যন্ত এঁদের মধ্যে ৯ জনের শরীরে স্ক্রাব টাইফাসের সংক্রমণ ধরা পড়েছে। 

আরও পড়ুন: Nipah Virus in Kerala: বন্ধ করে দেওয়া হল স্কুল-অফিস, এলাকায় ‘কনটেনমেন্ট জোন’, ফিরল মাস্ক! ফের লকডাউন?

গত অগস্টে পশ্চিমবঙ্গেও ধরা পড়েছিল স্ক্রাব টাইফাসের সংক্রমণ। উত্তর দিনাজপুরের রায়গঞ্জেও উদ্বেগ বাড়িয়েছিল স্ক্রাব টাইফাস। রায়গঞ্জ গভর্মেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন বেশ কয়েকজন। রায়গঞ্জ মেডিক্যাল দাবি করেছিল, ২৬ জন চিকিৎসাধীন রোগীদের মধ্যে স্ক্রাব টাইফাসে আক্রান্তের হদিশ মিলেছে, বাকিদের রক্তের নমুনা পরীক্ষা চলছিল। তবে আক্রান্তের সংখ্যাটা আরও বাড়বে বলেই আশঙ্কা করেছিলেন চিকিৎসকেরা। যদিও পরে কোনও বাড়াবাড়ি হয়নি। 

পতঙ্গবাহিত অন্যান্য রোগের মধ্যে স্ক্রাব টাইফাসের আতঙ্ক ক্রমেই বাড়ছে। তবে এই রোগ পতঙ্গবাহিত হলেও ছোঁয়াচে নয়, একজনের থেকে অন্য মানুষে ছড়ায় না বলেই এখনও পর্যন্ত জানা গিয়েছে। 

কী ভাবে হয় স্ক্রাব টাইফাস?

ঘাস ঝোপঝাড়ে থাকা এক ধরনের কীটের কামড়ে এই সংক্রমণ হয়। আবার খরগোশ, ইঁদুর, কাঠবিড়ালীর শরীরেও থাকে ওই কীট যা থেকে স্ক্রাব টাইফাস হয়।

স্ক্রাব টাইফাসের উপসর্গগুলি কি?

সংক্রমণের মোটামুটি ১০ দিনের মাথায় দেখা দেয় উপসর্গ:

আরও পড়ুন: Nipah Virus in Kerala: কোভিডের পরে ‘নিপা’ও সেই কেরালাতেই! ফের বাতাসে নতুন অতিমারির শঙ্কা…

হাই ফিভার
প্রচণ্ড মাথা ব্যথা
সারা শরীরেও ব্যথা ও যন্ত্রণা
শুকনো কাশি
পেশিতে টান

যাঁরা মূলত বাগান পরিচর্যা কাজে যুক্ত, যাঁরা পেশায় হর্টিকালচারিস্ট, বা শখে বাগান করেন তাঁদের স্ক্রাব টাইফাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Source link