ঘুমন্ত বাবাকে হাতুড়ির আঘাতে খুন যুবকের, রেহাই পেল না দাদুও

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাবাকে নৃশংসভাবে খুন করে দাদুর ওপরে ঝাঁপিয়ে পড়ল বাড়ির ২১ বছরের ছেলে। গ্রেটার নয়ডার দনকরের ওই ঘটনার চমকে উঠেছেন এলাকার মানুষজন। জসবিন নামে নামে অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করেছে পুলিস। তার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার হয়েছে।

আরও পড়ুন- সংরক্ষিত দিনেও বাধ সাধবে সেই বৃষ্টি! খেলা ধুয়ে গেলে সমীকরণ কী দাঁড়াবে?

পুলিস সূত্রে খবর, দনকর গ্রামে একটি ফিল্প স্টুডিও তৈরির কাজ চলছে। সেই স্টুডিওতেই বাবা বিক্রমজিত রাও ও দাদু রামকুমারকে নৃশংসভাবে খুন করে জসবিন। কেন খুন? পুলিসকে জসবিন জানিয়েছে বাবার জন্যই সংসারে যত অশান্তি। বাবা সন্দেহের বশে মায়ের ওপরে অত্যাচার করত। বাবার জন্যই মা তার ছেলে মেয়েদের নিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হন। বিক্রমজিত্ রাও পরিবার থেকে দূরে গ্রেটার নয়ডায় থাকতো। বাবা-মায়ের মধ্যে ডিভোর্সের মামলা চলছিল।

ঘটনার দিন রাতে নয়ডায় ওই স্টুডিওতে যায় জসবিন। ঘুমন্ত বাবাকে তার মাথায়, ঘাড়ে, মুখে একাধিকবার হাতুড়ি দিয়ে আঘাত করে যাতে তার মুখ চেনা না যায়। মারধর করে চলে আসছিল। সেইসময় সে দেখে দাদু রামকুমার নড়াচড়া করছে। তাকেও হাতুড়ি দিয়ে একের পর এক আঘাত করে। এরপর পাশে একটি টয়লেটের সামনে সেই হাতুড়ি ফেলে রেখে দেওয়াল টপকে পালায়। ঘরে এসে পরনের রক্তমাখা কাপড় সাফ করে, স্নান করে ঘুমিয়ে পড়ে।

তদন্তে নেমে পুলিস খুনে ব্যবহৃত হাতুড়িটি উদ্ধার করেছে। জসবিনের জেলা হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

Source link