Rahul Gandhi meets Abhishek Banerjee: ‘ইন্ডিয়া’ জোটের মেগা বৈঠকের আগেই রাজধানীতে রাহুল-অভিষেকের একান্ত সাক্ষাৎ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লক্ষ্য ২৪-এর নির্বাচন। মোদী সরকারের বিরুদ্ধে বিরোধীদের প্রধান মুখ কে হবে তাই নিয়েও চর্চা তুঙ্গে। ইন্ডিয়া জোটের বৈঠক ঘিরে জাতীয় রাজনীতির পারদ চড়ছেই। এরই মাঝে জল্পনা বাড়িয়ে ইন্ডিয়া জোটের বৈঠকের আগে দিল্লিতে একান্ত সাক্ষাতে রাহুল গান্ধী (Rahul Gandhi) ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রাক্তন কংগ্রেস সভানেত্রী, তথা প্রাক্তন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর বাসভবনে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন, Mamata Banerjee: মোদী সরকারের বিরুদ্ধে বিরোধীদের প্রধানমন্ত্রীর মুখ কে? মমতা বললেন…

এই বৈঠকের জন্যই মুম্বই যাওয়ার আগে অভিষেক আলাদা করে দিল্লিতে চলে গিয়েছিলেন। সরাসরি মমতার সঙ্গে মুম্বই যাননি। কংগ্রেস সূত্রের খবর অনুযায়ী, ভোর সাড়ে ছ’টার সময়ে অভিষেক পৌঁছে যান রাহুলের সঙ্গে দেখা করতে। এক ঘণ্টা একান্তে কথা হয় দুই নেতার। তারপরেই রাহুল রওনা দেন বিমানবন্দরের উদ্দেশে। প্রায় ঘণ্টা খানেক ধরে কথা হয়েছে দুই নেতার। রাজনৈতিক মহলের মতে লোকসভা ভোটের আগে কংগ্রেস ও তৃণমূলের দুই শীর্ষ স্থানীয় নেতার এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জাতীয় রাজনীতিতে এনডিএ বিরোধী শিবিরে ইন্ডিয়া জোটে শরিক কংগ্রেস ও তৃণমূল।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মুম্বইয়ে বসতে চলেছে ইন্ডিয়া জোটের বৈঠক। শুক্রবারও সেই বৈঠক চলবে। সনিয়া-রাহুল, মমতা-অভিষেকরা দু’দিনই মুম্বইয়ে ওই বৈঠকে হাজির থাকবেন। তার আগে রাহুল ও অভিষেকের বৈঠক বিরোধী শিবিরে অন্য মাত্রা যোগ করেছে। বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আলাদা করে দিল্লির মুখ্যমন্ত্রীর অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেও বৈঠক করেন বলে জানা গিয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর বরাবরই ভালো সম্পর্ক ছিল। মমতা-সনিয়া সমীকরণও ভালো। রাহুল-অভিষেকের একান্ত সাক্ষাতে তা পরবর্তী প্রজন্মে চলে এল বলে মত রাজনৈতিক মহলের একাংশের। 

আরও পড়ুন, Mamata Banerjee: ‘বাড়াল ৮০০, কমাল ২০০’, কেন্দ্রকে কটাক্ষ মমতার

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Source link