রক্তাক্ত পাকিস্তান; জেইউআইএফ-এর কর্মীসভায় ভয়ংকর বিস্ফোরণ, হত কমপক্ষে ৩৫

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়ংকর বিস্ফোরণ কেঁপে উঠল পাকিস্তান। বাজাউর খের-এ জমিয়েত উলেমায়ে ইসলাম ফজল(জেইউআইএফ) এর কর্মী সম্মেলনে বিকট শব্দে ঘটে গেল বিস্ফোরণ। এখনওপর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ওই বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৩৫ জন। এদের মধ্যে জেইউআইএফ এর এক নেতাও রয়েছেন। মৃতের সঙ্গে আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। কারণ আহত হয়েছেন ৮০ জনেরও বেশি।

আরও পড়ুন-নর্দমায় ভাসতে থাকা ফ্রিজে মিলল বৃদ্ধার কাটা হাত-পা, ট্যাটু দেখে ছেলের কাছে পৌঁছে গেল পুলিস

পুলিস সূত্রে খবর, কর্মী সম্মেলনে নেতাদের বক্তৃতা চলাকালীন ওই বিস্ফোরণ ঘটে যায়। চারদিকে ছড়িয়েছিটিয়ে পড়ে আহত-নিহতদের দেহ। তড়িঘড়ি আহতদের পেশওয়ার ও টিমরগড়ে হাসপাতালে ভর্তি করা হয়। জেইউআইএফ এর মুখপাত্র আব্দুল জলিল খান সংবাদমাধ্যমে বলেন, রবিবার বিকেল ৪টে নাগাদ কর্মীসভায় মৌলানা লাইক যখন বক্তব্য রাখছিলেন। সেইসময় ওই বিস্ফোরণ ঘটে।

সংগঠনের প্রধান মৌলানা ফজলুর রহমান ওই ঘটনায় প্রধানমন্ত্রী শাহাবাজ শরিফ ও প্রদেশের কেয়ারটেকার মুখ্যমন্ত্রী আজম খানকে ওই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়ার দাবি করেছেন। দলের সদস্যদের হাসপাতালে গিয়ে আহতদের জন্য রক্ত দেওয়ার আবেদন করেন তিনি। এরকম অবসস্থায় কর্মীদের শান্ত থাকার আবেদন জানিয়েছেন তিনি। পাশাপাশি সরকারের কাছে আবেদন করেছেন যাতে আহতদের উপযুক্ত চিকিত্সা হয়।

এদিকে, জেলা প্রশাসন সূত্রে উঠে আসছে অন্য ছবি। বাজউরের স্বাস্থ্য অধিকর্তা ফইসাল কামাল বলেন, নিহতদের সংখ্যা ৪৫ হতে পারে। জেলা হাসপাতালেই আহত ১৫০ জনকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে যাদের শরীরিক অবস্থা আশঙ্কাজনক তাদের পেশওয়ারের লেডি রিডিং হাসপাতালে পাঠানো হবে।

পাক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী রহিম শাহ নামে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ওই কর্মীসভায় প্রায় ৫০০ কর্মী জড়ো হয়েছিলেন। নেতাদের বক্তৃতা চলাকালীনই বিকট শব্দ বিস্ফোরণ ঘটে যায়। চারদিকে শুধু চিত্কার আর আর্তনাদ। ভয়ংকর পরিস্থিতি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Source link