জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশে ফের একটি নতুন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনা জানিয়েছেন যে সাংবাদিকদের আবাসনের জন্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। তিনি আরও বলেন ইতিমধ্যেই বহু সাংবাদিক প্লট পেয়েছেন। পাশপাহসি তিনি আরও জানিয়েছেন যে এদের মধ্যে কেউ কেউ তা বিক্রিও করে দিয়েছেন।
হাসিনা জানিয়েছেন সরকারিভাবে অনেক ফ্ল্যাট তৈরি করা হয়েছে। অল্প কিছু টাকা জমা দিয়ে সাংবাদিকরা চাইলে সহজ কিস্তিতে লোন পরিশোধ করে সেই ফ্ল্যাট নিতে পারবেন।
সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অসুস্থ এবং নিহত সাংবাদিকদের পরিবারের সদস্যদের অনুদান দেয়া হয়। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই কথা বলেন।
আরও পড়ুন: BBC Scandal: অশ্লীল ছবির জন্য কিশোরীকে টাকা দিয়ে বরখাস্ত বিবিসি-র উপস্থাপক
প্রধানমন্ত্রী বলেন, ন্যাম সম্মেলনের জন্য তৈরি ফ্ল্যাট এই সম্মেলন হওয়ার পরে কবি, শিল্পী-সাহ্যিতিক, সাংবাদিকদের দেওয়া হবে। তিনি জানিয়েছেন এই কাজে চাকিরর স্থায়িত্ব না থাকায় বয়স্ক বা অসুস্থ অবস্থায় তাদের চলার জন্য এই পদক্ষেপ।
আরও পড়ুন: Ice Age Axe: তিন লক্ষ বছরের বেশি পুরনো বিশালাকৃতির পাথুরে কুড়ুল-সহ কয়েকশো হাতিয়ার…
তিনি আরও বলেন, বর্তমান সরকার সাংবাদিকদের সুরক্ষার জন্য কল্যাণ ট্রাস্টের ব্যবস্থা করেছে। সাংবাদিকরা যাতে কিস্তিতে ফ্ল্যাট কিনতে পারে সে বিষয়ে সরকার উদ্যোগ নিয়েছে এবং ইলেক্ট্রনিক মিডায়ার কর্মীদের ওয়েজবোর্ডের আওতায় আনা হবে বলেও জানিয়েছেন তিনি।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও একসময় সাংবাদিকতা করেছেন। তার আত্মজীবনী পড়লে সেটি জানা যায় বলেও জানিয়েছেন তিনি।