জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘আপকে জেনারেল কো ভি হাম বুট কি নউক পে…’ ফেস-অফ ভিডিয়োতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের পুলিশ পাক সেনা কর্মকর্তাদের কটূক্তি করছে- এই ভিডিয়ো চারদিকে ছড়িয়ে পড়েছে।
সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানি পুলিশ এবং পাকসেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের ছবি সামনে এসেছে। সাম্প্রতিক পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর কূটনৈতিক বিরোধের মধ্যেই পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা কতটা ফাঁপা, তা বুঝতে কারও বাকি নেই।
অনলাইনে প্রচারিত ভাইরাল ফুটেজে দেখা যাচ্ছে, লাক্কি মারওয়াতে পশতুন পুলিশ অফিসাররা, পাকিস্তানি সেনাবাহিনীর একটি কনভয়কে থানায় প্রবেশ করতে বাধা দিচ্ছেন। একজন পুলিশ অফিসার সেনা সদস্যদের দিকে অস্ত্র তাক করছেন।
আরও পড়ুন: Pahelgam Terror Attack: গ্রহ-নক্ষত্র আর জ্যোতিষ বলছে, ভারত-পাক যুদ্ধ কখন, কে জিতবে…
পাখতুন পুলিশ পাক সেনা কর্মকর্তাদের গালিগালাজ এবং কটূক্তি করেছে।
‘দিমাগ খারাব হ্যায়। উধার কাশ্মীর ভেজো। ইধর কেয়া কর রহে হো। আপকা জেনারেল ভি আ জায়ে ফির ভি কুছ নেহি…’
সংঘর্ষ যখন চলছিল, পুলিশ অফিসার ঘোষণা করলেন, ‘আমরা তোমাদের জেনারেলকে আমাদের জুতোর তলায় রাখি। মনে রাখবেন এটা লাক্কি মারওয়াত পুলিশ।’
আরও পড়ুন: Pahalgam Terror Attack Terrorist: আর কত মিথ্যে? ফেঁসে গেছেন শেহবাজ! পহেলগাঁও জঙ্গি পাক-সেনার কম্যান্ডো…
পাকিস্তানের আপাত-অভ্যন্তরীণ সংকটকে আরও বাড়িয়ে তুলেছে এই ঘটনা। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সঈদ আসিম মুনির তাঁর পরিবার নিয়ে ‘দেশ ছেড়ে পালিয়ে গেছেন’ অথবা রাওয়ালপিন্ডিতে আত্মগোপন করেছেন।