২৯ তলা থেকে আট বছরের মেয়েকে ছুঁড়ে ফেলে দিল মা! তারপর নিজেও…| Mother Throws 8 Year Old Daughter From 29th Floor then she jumps to death

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিজের আট বছরের মেয়েকে ফ্ল্যাট থেকে ধাক্কা দিয়ে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে। তারপর নিজেও সেখানে দিয়ে লাফিয়ে আত্মহত্যা করে। ভয়ংকর ঘটনাটি ঘটেছে নভি মুম্বইয়ের পানভেলে। জানা গিয়েছে, বুধবার সকাল ৮.১৫ নাগাদ পানভেলের পালাসপে ফাটায় ম্যারাথন নেক্সনের আউরা ভবনে এই ঘটনাটি ঘটে। ৩৫ বছরের মৈথিলী দুয়া, একজন গৃহবধূ। তার স্বামী আশিষ দুয়া একজন সিভিল ঠিকাদার। তাদের একমাত্র মেয়ে ৮ বছরের মায়রা।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

এদিন সকালে মৈথিলী তার মেয়েকে ফ্ল্যাটের ২৯ তলা থেকে ছুঁড়ে ফেলে দেয়। তার স্বামী আশিষের অভিযোগ করেন যে, তার স্ত্রী মানসিক সমস্যা আছে। মেয়েকে ঠেলে খুন করার পর নিজেও সেখান দিয়ে লাফিয়ে পড়ে।

সিনিয়র পুলিস  ইন্সপেক্টর নীতিন ঠাকরে জানিয়েছেন, আশিষ আরও দাবি করেন যে, স্ত্রীর মানসিক চিকিৎসা চলছিল এবং তার ওষুধ শেষ হয়ে গিয়েছিল। তাই সে সম্প্রতি তার নিয়মিত ওষুধ খাচ্ছিল না। পুলিস আরও জানিয়েছেন, ঘটনার আগে কোনও ঝগড়া হয়েছিল কিনা তা বলার মত অবস্থায় ছিলেন না তিনি।

পুলিসকে আশিষ জানিয়েছেন, তিনি বেডরুম থেকে বাথরুমে যাচ্ছিলেন। সেই সময় আচমকাই তার স্ত্রী তাকে বেডরুম থেকে ধাক্কা দিয়ে বাইরে করে দেয়। মেয়েকে নিয়ে ঘরের ভিতর থেকে নিজেকে লক করে দেয়। বারবার তিনি দরজায় ধাক্কা দেওয়ায় সত্ত্বেও স্ত্রী দরজা খোলেনি। আর তাদের মেয়ে ঘরের ভিতর থেকে আকুল কেঁদে বাবার সাহায্য চাইতে থাকে।

আরও পড়ুন:WB Weather Update: দোলেতে বাংলাজুড়ে হিটওয়েভ! উইকেন্ডেই ৪০-এর গণ্ডি টপকাবে পারদ, জারি সতর্কবার্তা…

পরে স্বামী আশিষ বারান্দার জানলা খোলার শব্দ শুনতে পান। এবং হঠাত্‍ মেয়ের কান্নার আওয়াজও থেমে যায়। তাঁর মনে সন্দেহ জাগে, তাই তিনি অন্য জানলা দিয়ে নিচে তাকিয়ে দেখেন যে ভিড় জমে গিয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার আত্মীয়দের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও অভিযোগ করা হয়নি। আশিষ মূলত আগ্রার বাসিন্দা, তিনি একজন পাঞ্জাবি। মৃত মহিলা একজন মহারাষ্ট্রীয়। ২০১২ সালে তারা প্রেম করে বিয়ে করে। পুলিস মামলাটি আরও তদন্ত করছে। মৃত মায়ের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে।

Disclaimer: আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ… 
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link