Red Beach | Blood Rain: WATCH | আকাশ ধুয়ে নামছে ‘রক্ত’! গোটা সৈকত নিমেষে রক্তবর্ণ! মিশছে সমুদ্রে, দেখুন বিস্ময়কর ভিডিয়ো…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘রক্ত বৃষ্টি’! আর তাতে গোটা সমুদ্র সৈকত-ই হয়ে যাচ্ছে গাঢ় লাল রঙের! শুনতে অদ্ভূত মনে হলেও এহেন তাজ্জব করা ঘটনা-ই ঘটেছে ইরানে। আসলে এই বিশ্বে প্রতি নিয়ত কিছু না কিছু বিস্ময়কর ঘটনা ঘটে চলেছে। এই অদ্ভূত ঘটনা তেমনই একটি।

একজন ট্যুর গাইডের শেয়ার করা একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতেই দেখা যাচ্ছে বৃষ্টির মধ্যে ইরানের রক্তবর্ণের সৈকত। ইরানের হরমুজ প্রণালীতে অবস্থিত এই ‘রামধনু দ্বীপ’। বিশেষ ধরণের মাটি-ই এই রক্তবর্ণের জন্য দায়ি। হরমুজের সৈকত বিখ্যাত এই লাল রঙের জন্যই। ভিডিয়োতে দেখা যাচ্ছে, গাঢ লাল রঙের সৈকত! মুষলধারে বৃষ্টি সৈকতের সেই লাল মাটি নিয়ে সমুদ্রের জলের সঙ্গে মিশে যাচ্ছে। তখন চেউও উজ্জ্বল লাল রং হয়ে যাচ্ছে।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

সারা বছর ধরেই পর্যটকদের কাছে আকর্ষণীয় সৈকত এটি। কারণ বৃষ্টিতে রক্তবর্ণ সৈকত এখানে সারা বছরই হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, এই লাল রঙের কারণ কী?  উত্তর লুকিয়ে বিজ্ঞানে। ইরানের পর্যটন বোর্ডের মতে, মাটিতে আয়রন অক্সাইডের ঘনত্ব খুব বেশি। সেই কারণেই বৃষ্টি হলে মাটি লাল রঙ ধারণ করে। ওদিকে মাটির খনিজ পদার্থ যখন বৃষ্টির জলে ধুয়ে বা ঢেউয়ে সমুদ্রের জলের সঙ্গে মেশে, তখন জলেও লাল আভা দেখতে পাওয়া যায়। 

সবমিলিয়ে রক্তবর্ণের হয়ে ওঠে সৈকত। এক অনন্য অসাধারণ দৃশ্য উপহার দেয় পর্যটকদের। এই ‘জেলাক’ মাটি বিভিন্ন শিল্পেও ব্যবহৃত হয় বলে জানা গিয়েছে। মূলত প্রসাধনী, রঙ, সেরামিক ও কাচ শিল্পে ব্যবহৃত হয়। তার পাশপাশি এই লাল মাটি স্থানীয় খাবারেও দেওয়া হয়। প্রধানত জ্যাম ও সস তৈরিতেও এই লাল মাটি নাকি ব্যবহার করা হয়।

আরও পড়ুন,  Man beaten by rabies dog slits throat: ভয়ংকর ভিডিয়ো! কুকুরের কামড়ে জলাতঙ্ক! হাসপাতালে নিজেই নিজের গলা কাটলেন যুবক…

আরও পড়ুন, Air India: মাত্র ৫৯৯ টাকাতেই এয়ার ইন্ডিয়া দিচ্ছে দারুণ সুবিধা! যাত্রীরা চাইলেই এবার…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link