Real Crime Patrol: জেল থেকে ফিরেই দেখে বিছানায় বউয়ের সঙ্গে বন্ধু! তারপর জঙ্গলে নিয়ে গিয়ে নগ্ন খেলা এবং…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এমন ঘটনাও যে ঘটতে পারে তা দেখে স্তম্ভিত খোদ পুলিসও। স্বামী-স্ত্রী একসঙ্গে মিলে খুন করেছে স্ত্রী-র প্রেমিককে। তবে শুধু খুন নয়, যেভাবে খুন করেছে তা জানলে শিউড়ে উঠতে হয়। পুলিস ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গুনা জেলায়। স্বামী-স্ত্রী একসঙ্গে মিলে স্ত্রী-র প্রেমিককে শেষ করে দেয় এবং পরে জঙ্গলে দেহ ফেলে পালিয়ে যায়।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

এরপরই ঘটনা সত্যতা খুঁজতে গিয়ে বেরিয়ে আসে আসল রহস্য। তথ্য অনুযায়ী, ভারতী দোহরে নামের এক মহিলা ও তার স্বামী শিবরাজ দোহরে পিপ্রাউডায় থাকত। কিছুদিন আগে শিবরাজ জেলে ছিল। আর এই সময়ে ভারতী, আনন্দ জাতবের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলে। এমনকি ভারতীর স্বামীর জেল মুক্তি হওয়ার পরেও আনন্দ তাদের বাড়িতে যেতে থাকে। এক রাতে আনন্দ ভারতীর বাড়িতে মাতাল হয়ে আসে এবং তার স্বামীর সামনেই তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করে।

বিষয়টি শিবরাজ পছন্দ করেনি। এরপরই স্ত্রী-র সঙ্গে মিলে আনন্দকে খুন করার প্ল্যান করে দু’জনে। ভারতী ও শিবরাজ, আনন্দকে বিলোনিয়া জঙ্গলে ডেকে নিয়ে যায়। আকন্ঠ মদ্যপান করায় স্ত্রী-র প্রেমিককে। আনন্দ পুরোপুরি মাতাল হয়ে গেল, আবার ভারতীর সাথে যৌন মিলনের জন্য জোর দিতে শুরু করে। এরপরই বাধে বিপত্তি। আনন্দকে উলঙ্গ হতে বলে শিবরাজ-ভারতী। 

সঙ্গে সঙ্গে তা করতে রাজিও হয় আনন্দ। উলঙ্গ হওয়ার পরই ভারতীর ওড়না দিয়ে আনন্দর গলা পেচিয়ে ধরে শিবরাজ এবং ঝুলিয়ে দেয়। খুনের পরে মৃতদেহ জঙ্গলে ফেলে রেখে পালিয়ে যায় দু’জনেই। কিছু সময়ের পর পুলিস জানতে পারে একটি অজ্ঞাত পরিচয় দেহ বনে উলঙ্গ অবস্থায় রয়েছে। পুলিস ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার সিসিটিভিতে স্পষ্ট হয়ে যায় হত্যার রাতে স্বামী এবং স্ত্রী একটি স্কুটারে করে বনে গিয়েছিলেন।

তদন্তের সময় পুলিস অভিযুক্ত মহিলার ফৌজদারি রেকর্ড সম্পর্কেও জানতে পারে। ভারতীর বিরুদ্ধে ইতিমধ্যে দুটি মামলা দায়ের করা হয়েছে এবং তার স্বামী শিবরাজের বিরুদ্ধে আটটি ফৌজদারি মামলা চলছে। পুলিস, ভারতী দোহরকে তার বাড়ি থেকে গ্রেফতার করে, স্বামী শিবরাজ এখনও পলাতক। জিজ্ঞাসাবাদ চলাকালীন ভারতী তার অপরাধ স্বীকার করে বলেছিল যে আনন্দ তার উপর ঝাঁপিয়ে পড়ত, যার কারণে তার স্বামী তাকে হত্যা করার পরিকল্পনা করেছিলেন।

আরও পড়ুন, Murder over Mutton Curry: সামান্য মাটন রান্না করেনি! তাই স্ত্রীকে পিটিয়ে মেরেই ফেলল স্বামী…

আরও পড়ুন, Parliamentary standing Committee: নজরে ছাব্বিশ? কেন্দ্রকে পশ্চিমবঙ্গের বকেয়া মিটিয়ে দেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link