রাজীব চক্রবর্তী: এবার কি বকেয়া মিলবে? বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। ছাব্বিশের আগে একশো দিনের কাজ-সহ সমস্ত প্রকল্পে কেন্দ্রের কাছে পশ্চিমবঙ্গ যা বকেয়া, তা মিটিয়ে দেওয়ার সুপারিশ করল সংসদের গ্রামোয়ন্ন সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
রিপোর্টে উল্লেখ, ‘২০২২ অর্থবর্ষ থেকে পশ্চিমবঙ্গে বরাদ্দ বকেয়া। ফলে গ্রামীণ উন্নয়নে ব্যাপক প্রভাব পড়েছে। পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্যভাবে’। সঙ্গে সুপারিশ, ‘যে বিতর্কিত অর্থবর্ষ আদালতে বিচারাধীন আছে, সেই বছর বাদে বাকি টাকা অবিলম্বে দেওয়া হোক’।
ঘটনাটি ঠিক কী? কেন্দ্রের বিরুদ্ধে বারবার বঞ্জনার অভিযোগ তোলেন মু্খ্যমন্ত্রী। বস্তুত, প্রধানমন্ত্রী আবাস যোজনার ধাঁচে এ রাজ্যে আবাস যোজনাও চালু করেছেন তিনি। নাম, ‘বাংলার বাড়ি’। মুখ্যমন্ত্রীর অভিযোগ, ‘আবাস যোজনায় বাংলার এক নম্বরে ছিল। তাও সত্ত্বেও টাকাটা দেওয়া হয়নি। ৩ বছর ধরে বাংলার গরীব মানুষগুলি বঞ্চিত হচ্ছে’। ‘বাংলার বাড়ি’ প্রকল্পে রাজ্য়ের ২১ জেলায় ১২ লক্ষ যোগ্য় পরিবারকে বাড়ি তৈরির জন্য় প্রথম কিস্তি ৬০ হাজার টাকা বন্টনের প্রক্রিয়ার শুরু হয়ে গিয়েছে।
এদিকে সংসদের বাজেট বিতর্কে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হন অভিষেকও। বলেন, ‘বাজেট দেখে আমার মনে হচ্ছে, অর্ধেক যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো শব্দটি একেবারে যথাযথ হবে। এমন শব্দ আপনারা হয়তো আগে কখনও শোনেননি। এমনটা কেন? বিহারে জেডিইউ-র ১২টি আসন রয়েছে। বিজেপিরও ১২ সাংসদ আছেন। বাংলাতেও ১২ জন সাংসদ বিজেপির। তবে বিহারের ক্ষমতায় রয়েছে তারা। আর বাংলায় নেই। তাই বিহার পেল বোনানজা। বাংলা পেল ব্লকেডার’। তাঁর কথায়, ‘বাংলার জন্য কোনও অর্থপূর্ণ বরাদ্দ করেনি কেন্দ্রীয় সরকার। এটা বাংলা বিরোধী বাজেট’।
গত ১৩ ফেব্রুয়ারি রাজ্যসভায় বাজেটে জবাবি ভাষণ দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এক এক করে সমস্ত রাজ্যের কথাই বলছিলেন। এরপর যখন পশ্চিমবঙ্গের প্রসঙ্গ আসে, তখন বঞ্চনার অভিযোগে সরব হন সাকেত গোখলে-সহ এ রাজ্যের সাংসদরা। পাল্টা রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও অসহযোগিতার অভিযোগ করতে শুরু করেন নির্মলা। স্রেফ অর্থমন্ত্রীকে মাধপথে থামিয়ে দেওয়াই নয়, রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন তৃণমূল সাংসদরা।
আরও পড়ুন: Premanand Maharaj on Kaliyuga: কলিযুগে ভয়ংকর যা হবে, তা নিয়ে প্রেমানন্দ মহারাজ যা বললেন, তা শুনে আপনি…
আরও পড়ুন: Leopard Attack | মালিক মজে ফোনে, গুটিগুটি ঢুকে ঘুমন্ত পোষা কুকুর তুলে নিয়ে গেল লেপার্ড!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)