মালিক মজে ফোনে, গুটিগুটি ঢুকে ঘুমন্ত পোষা কুকুর তুলে নিয়ে গেল লেপার্ড!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বন্য জন্তু-জানোয়ারের ( Wild Animal) আক্রমণে বাড়ির পোষ্যরা অনেক সময় ভয়ে থাকে। এর আগে এরকম ভাইরাল ভিডিয়ো (Viral Video) অনেক চোখে পড়েছে। প্রত্যন্ত গ্রাম বা জঙ্গলে ঘেরা জনপদে, বাঘ-সিংহ (Tiger-Lion) প্রায়ই বাড়ির কুকুর-বিড়ালকে তুলে নিয়ে যায়। 

 Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন  Google News 

ঠিক সেই রকমই হাড়হিম করা একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। দেখা যাচ্ছে, একটি বাড়ির সংলগ্ন গ্যারেজে, এক ব্যক্তি শুয়ে ফোনে মজে রয়েছেন। নাম জয়ানন্দ কালে। পাশে মাটিতে শুয়ে রয়েছে পোষ্য কুকুরটি। এই ঘেরা জায়গাটির কোনও দরজা ছিল না। আচমকাই রাস্তা থেকে একটি  ( Leopard) গুটিগুটি পায়ে এসে, মালিকের পাশে শুয়ে থাকা পোষ্য কুকুরটিকে (Pet Dog) ছিনিয়ে নিয়ে চলে যায়। ফোনের নেশা এমনই যে,মালিক দেখেননি কখন চিতাবাঘ এসেছে।

আরও পড়ুন: ঘিয়ে ভাজা রসুন! হ্যাঁ, সামান্য এই উপাদানেই লুকিয়ে পরমায়ুর রহস্য…

যখন বাঘটি পোষ্যটিকে নিয়ে যাচ্ছে, সেই আওয়াজে মালিক তাকান। তৎক্ষণাত্‍ চিৎকার করে আশপাশের সমস্ত প্রতিবেশী এবং বাড়ির লোককে ডাকে। এই চিৎকার  শুনে চিতাবাঘটি কুকুরটিকে মুখে করে অন্যত্র পালিয়ে যায়। 

 

যখন লেপার্ডটি পোষ্যটিকে নিয়ে যাচ্ছে, সেই আওয়াজে মালিক তাকান। তৎক্ষণাত্‍ চিৎকার করে আশেপাশের সমস্ত প্রতিবেশী এবং বাড়ির লোককে ডাকে। এই চিৎকার  শুনে চিতাবাঘটি অন্যত্র পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে পুর রত্নগিরি শহরের দেগাঁও গ্রামের ভোর তালুকা অঞ্চলে। সম্প্রতি  পুণের ত্নগিরি শহরের দেগাঁও গ্রামের ভোর তালুকা অঞ্চলে। সম্প্রতি পুণেতে চিতা বাঘের আক্রমণ বেশ খানিকটা বেড়েছে। বিশেষ করে প্রত্যন্ত জায়গায়।

 

<blockquote class=”twitter-tweet” data-media-max-width=”560″><p lang=”en” dir=”ltr”>Pune Viral Video: Leopard Attacks Sleeping Pet Dog While Owner Remains Engrossed In Phone <br><br>The video is from Degaon village in Bhor taluka <a href=”https://zeenews.india.com/bengali/nation/https://t.co/zSXCibzwjI“>pic.twitter.com/zSXCibzwjI</a></p>&mdash; Pune First (@Pune_First) <a href=”https://zeenews.india.com/bengali/nation/https://twitter.com/Pune_First/status/1899696398385189060?ref_src=twsrc%…“>March 12, 2025</a></blockquote> <script async src=”https://zeenews.india.com/bengali/nation/https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>

স্থানীয় লোকজন পুলিশ এবং বন সংরক্ষণ দফতরের কাছে অভিযোগ জানিয়েছে তাঁদের সুরক্ষার জন্য। এভাবে যখন তখন অতর্কিতে বন্যপ্রাণীর হানা তাদের জীবন দুর্বিষহ করে তুলছে।

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link