Bengladesh: বদলের বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের মহাসচিব! আলোচনার তালিকায় রোহিঙ্গা ইস্যু…

সেলিম রেজা: বদলের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে আগামী বৃহস্পতিবার ঢাকা সফরে আসছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তাঁর এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসার কথা রয়েছে।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জি ২৪ ঘন্টার বাংলাদেশ প্রতিনিধিকে জানিয়েছেন, সফরের দ্বিতীয় দিন আগামী ১৪ মার্চ শুরুতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যুবিষয়ক বিশেষ দূত ড. খলিলুর রহমান জাতিসংঘের মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন আন্তোনিও গুতেরেস।

আরও পড়ুন:  Bangladesh: প্রাথমিক স্কুলে কোচিংয়ে নিষেধাজ্ঞা জারি সরকারের!‌

এরপর জাতিসংঘের মহাসচিব কয়েক ঘণ্টার জন্য বাংলাদেশের কক্সবাজার জেলায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। সেখানে তিনি মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং শরণার্থীদের আশ্রয় কেন্দ্রে কাজ করতে আসা স্থানীয় বাংলাদেশি সম্প্রদায়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন। ওইদিন রাতে ঢাকায় ফিরবেন মহাসচিব।

সফরের তৃতীয় দিন জাতিসংঘের মহাসচিব ঢাকায় থাকা সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে বসবেন। একইদিন তিনি তরুণ নারী ও পুরুষ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। ওইদিন বাংলাদেশের প্রধান উপদেষ্টার আমন্ত্রণে ইফতার অনুষ্ঠানে যোগ দেবেন জাতিসংঘের মহাসচিব। রমজান মাস হওয়ায় মুসলিমদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বাংলাদেশ সফরকালে জাতিসংঘের মহাসচিব একদিন রোজা থাকবেন বলে শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে স্পষ্ট কোনো বার্তা দেননি ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং ঢাকাস্থ জাতিসংঘ অফিস।

আরও পড়ুন:  Bangladesh: ঢাকায় ধর্ষণবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ!

জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনের তথ্য বলছে, বাংলাদেশের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যুবিষয়ক বিশেষ দূত ড. খলিলুর রহমান গত ৭ ফেব্রুয়ারি নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে ড. ইউনূসের পাঠানো আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

প্রসঙ্গত, ২০১৮ সালের জুলাই মাসে বাংলাদেশ সফরে এসেছিলেন জাতিসংঘের মহাসচিব গুতেরেস। এরপর তিনি আবার আসছেন ঢাকা সফরে। আগামী বৃহস্পতিবার তাঁর ঢাকা সফরে আসার কথা। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link