জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশে স্কুলে ধর্ষণ বা যৌন নিপীড়নের মতো অপরাধ রুখতে তত্পর অন্তর্বর্তী সরকার। কীভাবে? সরকারি তো বটেই, বেসরকারি প্রাথমিক স্কুলেও ছুটির পর বা যে দিন স্কুল বন্ধ থাকবে, সেদিন শ্রেণিকক্ষণে আর পড়ানো বা কোচিং করা যাবে না। এই মর্মে নির্দেশিকা জারি করলেন অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মহম্মদ রাইহুল করিম।
আরও পড়ুন: Pakistan Train Hijack: পাকিস্তানে আস্ত ট্রেন হাইজ্যাক বালোচ বিদ্রোহীদের, মৃত ৬, পণবন্দি শতাধিক যাত্রীকে উড়িয়ে দেওয়ার হুমকি…
নির্দেশিকায় উল্লেখ, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, প্রাথমিক বিদ্যালয়ের ছুটির পর এবং বন্ধের দিন শ্রেণিকক্ষে প্রাইভেট পড়ানো, কোচিং-সহ নানারক কার্যকলাপ চলছে। যা অনভিপ্রেত। কোনওভাবেই শ্রেণিকক্ষকে পড়ানো, কোচিং বা অন্য কোনও কাজের ব্য়বহার করা যাবে না। যদি হয়, সেক্ষেত্রে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ দায়ী থাকবে।
এদিকে ধর্ষণবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিসের সংঘর্ষ রণক্ষেত্রে চেহারা নিল ঢাকা। কবে? আজ, মঙ্গলবার। আহত হলেন উভয়পক্ষেরই বেশ কয়েকজন। ঘড়িতে তখন তিনটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে র সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিল করে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে যাচ্ছিলেন সংগঠনের সদস্যরা। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে তাঁদের বাধা দেয় পুলিস। এরপর প্রথমে বচসা, তারপর পুলিস ও বিক্ষোভকারীদের মধ্য়ে সংঘর্ষ বেঁধে যায়।
আরও পড়ুন: Bangladesh: ঢাকায় ধর্ষণবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ!
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)