Delhi Assembly Election: ২১০০ না ২৫০০? দিল্লি বিধানসভা ভোটে আজ কত টাকার ভাতায় ‘মত’ দেবেন মহিলারা?

রাজীব চক্রবর্তী: হাই ভোল্টেজ দিল্লি বিধানসভার ভোট আজ। ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৭টা থেকে। মোট ৭০টি বিধানসভায় প্রার্থী দিয়েছে আম আদমি পার্টি এবং কংগ্রেস। ৬৮টি আসনে প্রার্থী দিয়েছে বিজেপি। ২টি আসন একটি করে ছেড়েছে জোটসঙ্গী ডি ইউ এবং এলজিপিকে। দিল্লির দেড় কোটির বেশি ভোটার এদিন ভাগ্য নির্ধারণ করবেন ৬৯৯ জন প্রার্থীর। 

২০২০ সালে দিল্লি বিধানসভায় ভোট পড়েছিল ৬২ শতাংশের বেশি। কিন্তু ২৪-এর লোকসভায় ভোটের হার ছিল ৫৬ শতাংশ। এবার নির্বাচনে অন্যতম বড় ইসুগুলির মধ্যে রয়েছে – একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের প্রতিশ্রুতি। যার মধ্যে বাংলার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতোই বাড়ির মা বোনেদের মাসিক ভাতা দেওয়ার প্রতিশ্রুতি। বর্তমানে কেজরিওয়াল সরকার মহিলাদের মাসিক ১ হাজার টাকা করে ভাতা দেয়। নির্বাচনের মুখে তারা প্রতিশ্রুতি দিয়েছে ভোটে জিতলে সেই ভাতা বাড়িয়ে ২১০০ টাকা করা হবে। 

উল্টোদিকে, বিজেপি এবং কংগ্রেস উভয়েই মহিলাদের ভাতা মাসিক আড়াই হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়াও অন্য ইস্যুগুলির মধ্যে রয়েছে – যমুনা দূষণ, দিল্লির বায়ু দূষণ, স্বাস্থ্য ব্যবস্থা, কর্মসংস্থান, রাস্তাঘাট এবং অবশ্যই কেজরিওয়াল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ইত্যাদি। প্রসঙ্গত প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমানে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী অরবিন্দ কেজরিওয়াল দুর্নীতির দায়ে জেলে গিয়েছেন। আইনি লড়াই লড়ে তিনি জামিনে মুক্তি পেয়েছেন।

কেজরিওয়াসলের দলের বেশ কয়েকজন মন্ত্রী এবং বিধায়কদেরও জেলে যেতে হয়েছে দুর্নীতির দায়ে। এবার নির্বাচনে এই সব ইস্যুকেই তুলে ধরেছে প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি। গত নির্বাচনে মোট ৭০টি আসনের মধ্যে ৬২ টি আসন দখল করেছিল আম আদমি পার্টি। বিজেপির দখলে ছিল মাত্র ৮টি। এবার সেই সংখ্যা বাড়িয়ে কেজরিওয়াল সরকারের ঘাড়ে নিশ্বাস ফেলছে বিজেপি। যদিও আরও একবার জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আম আদমি পার্টি।

আরও পড়ুন, IPS Officer: দুর্নীতির পর্দা ফাঁস করায় আমাকে খুনের চেষ্টা চলছে: বিস্ফারক IPS অফিসার

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link