জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কোন পথে বাড়বে কর্মসংস্থান? কমবে বেকারত্ব? কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ ও বিজেপির এনডিএ সরকারকে এবার একাসনে বসালেন খোদ লোকসভার বিরোধী দলনেতার রাহুল গান্ধী। বললেন, ‘ইউপিএ সরকারও কিছু পারেনি, এনডিএ সরকার কিছু করতে পারছে না’।
আরও পড়ুন: Badrinath Temple Opening: এবছর কবে খুলবে বদ্রীনাথ মন্দিরের দরজা, কবে শুরু চারধাম যাত্রা? জানা গেল দিনক্ষণ
সংসদে এখন বাজেট অধিবেশন চলছে। প্রাথমাফিক রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণেই শুরু হয়েছে অধিবেশন। এরপর সংসদের বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কবে? শনিবার। আজ, সোমবার লোকসভায় ধন্যবাদজ্ঞাপন প্রস্তাবে জবাবে রাহুল বলেন, ‘ইন্ডিয়া জোট কোন দিকে নজর দেবে বা আমরা কোন বিষয় জোর দেব.. দেশের ভবিষ্যত্ তরুণ-তরুণীটা ঠিক করবে। তাই আমার মনে হয়, আমরা যাই বলছি, তা তাদের জানানো উচিত’।
রাহুলের মতে, ‘আমার মনে হয় এটা প্রধানমন্ত্রীও মানবেন যে, যদিও আমরা উন্নতি করেছি, দ্রুত উন্নতি করেছি। এখন কিছুটা ধীর গতিতে উন্নতি হচ্ছে, কিন্তু আমরা উন্নতি করেছি। কিন্তু বেকারত্ব সমস্যা সমাধান হয়নি। ইউপিএ সরকারই হোক এখন এনডিএ সরকার, কর্মসংস্থান নিয়ে যুব সমাজকে কোনও স্পষ্ট উত্তর দিতে পারেনি’। বিরোধী দলনেতা বলেন, ‘রাষ্ট্রপতির ভাষণের যা বলা হচ্ছিল, তা মনোযোগ দিয়ে শুনতে গিয়ে আমায় রীতিমতো বেগ পেতে হয়েছে। কারণ আগেরবারও একই কথা শুনেছিলাম এবং তার আগেরবারও। মনে হচ্ছিল, কাল্পনিক কিছু বলা হচ্ছে। রাষ্ট্রপতি ভাষণ এমন হওয়া উচিত নয়’।
আরও পড়ুন: Car Accident | Haryana: বিয়েবাড়ি থেকে আর ফেরা হল না, খালে গাড়ি পড়ে গিয়ে মৃত ৬, নিখোঁজ অনেকে
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)