Union Budget 2025: ট্যাক্সের পুরনো নিয়ম কি তুলে দিল সরকার! নির্মলার বাজেটে তুমুল জল্পনা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মধ্যবিত্তের জন্য ভালো খবর দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। শনিবার তাঁর বাজেটে নির্মলা ঘোষণা করেছেন ১২ লাখ টাকা পর্যন্ত কোনও কর দিতে হবে না। এখন প্রশ্ন উঠছে তাহলে সরকার কি ট্যাক্সের পুরনো নিয়ম তুলে দিল? পুরনো নিয়মের কথা উল্লেখ করেননি সীতারমন। আবার বাজেট নথিতে উল্লেখ করা হয়েছে যারা নতুন ট্যাক্সের নিয়মে ট্যাক্স দেবেন তাদের জন্য নতুন নিয়ম প্রযোজ্য হবে।

আরও পড়ুন- একে বীজবপনে দেরি, তায় ঘন কুয়াশার পরত, এর পর রোগ হলে কী হবে? মাথায় হাত আলুচাষিদের…

ট্যাক্সের পুরনো নিয়ম কী? পুরনো ট্যাক্সের নিয়ম তাদের জন্যই বলবত হয় যারা বাড়ি ভাড়া, লাইফ ইন্সুরেন্সের প্রিমিয়াম, মেডিক্লেম ও পিএফ-এ টাকা জমা রেখে ট্যক্সের ছাড় চান। ছাড় বাদ দিয়ে যারা ট্যাক্স হিসেব করতে চান তাদের জন্য পুরনো নিয়ম। এক্ষেত্র ২.৫ লাখ টাকা পর্যন্ত  কোনও কর দিতে হবে না। ২.৫-৩ লাখ টাকা পর্যন্ত আয়ে ৫ শতাংশ কর। ৫-১০ লাখ টাকা আয়ে ২০ শতাংশ কর এবং ১০ লাখে বেশি আয়ে ৩০ শতাংশ কর দিতে হয়।

এখন দেখা যাক পুরনো ও নতুন করে ধাপটা কেমন

নতুন কর কাঠামো

৪ লাখ পর্য়ন্ত কোনও কর নেই

৪-৮ লাখ ৫ শতাংশ কর।

৮-১২ লাখে ১০ শতাংশ কর।

১২-১৬ লাখে ১৫ শতাংশ কর।

১৬-২০ লাখে ২০ শতাংশ কর।

২০-২৪ লাখে ২৫ শতাংশ কর।

২৪ লাখের উপরে ৩০ শতাংশ কর।

বর্তমান কর কাঠামো

৩ লাখ টাকা পর্যন্ত কোনও কর লাগবে না

৩-৭ লাখ পর্যন্ত ৫ শতাংশ

৭-১০ লাখে ১০ শতাংশ

১০-১২ লাখে ১৫ শতাংশ

১২-১৫ লাখে ২০ শতাংশ

১৫ লাখের  উপরে ৩০ শতাংশ কর

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link