জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পরের মাসেই বিয়ে ছিল তাঁর। তাই নিজেই বিয়ের কার্ড দিতে যাচ্ছিলেন গাড়ি করে। কিন্তু সেই যাওয়ার পথেই মৃত্যু হল পাত্রের। এমনই মর্মান্তিক ঘটনা ঘটল দিল্লিতে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গাজিপুর এলাকায়। পুলিস জানিয়েছে, ব্যক্তির মৃত্যু গাড়ির মধ্যেই হয়। অগ্নিদগ্ধ মৃত্যু হয়েছে যুবকের।
আরও পড়ুন: স্কুলের মধ্যেই শিক্ষিকাকে চুমু…, ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
শনিবার রাতে, এই ঘটনাটি ঘটেছে। আচমকা তাঁর গাড়িতে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। বন্ধ গাড়ি থেকে সে বেরোতে পারেননি। ফলে সেখানেই মৃত্যু হয় তাঁর।
আরও পড়ুন: অজানা কেমিক্যালেই মৃত্যু ১৬ জনের! অসুস্থ বহু, গ্রামজুড়ে আতঙ্কের ছায়া…
পুলিস সূত্রে জানা গিয়েছে, ১৪ ফেব্রুয়ারি তাঁর বিয়ের তারিখ ছিল। অনিল নামের ওই যুবক গতকাল দুপুরে বিয়ের কার্ড দিতে বেরিয়েছিলেন। রাত পর্যন্ত বাড়ি না ফেরায়, সকলে ফোন করতে থাকেন। কিন্তু খোঁজ মিলছিলনা তাঁর। রাতেই পরিবারকে ঘটনার খবর পাঠিয়ে দেওয়া হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)