জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বর্তমান সমাজে এখন বহু যুগল লিভইনে থাকেন। লিভইন অর্থাৎ বৈবাহিক সম্পর্কের আগে যুগল যখন একসঙ্গে থাকে। সেই সময়টাকে বলা হয় ‘লিভইন’। কিন্তু এবার থেকে উত্তরাখান্ডে কোনও যুগল যদি লিভইনে থাকতে চাই। তাহলে তাঁদেরও বিয়ের মতন করতে হবে রেজিস্ট্রেশন। চলতি বছরেই, পুষ্কর সিংহ ধামীর সরকার উত্তরাখান্ডে অভিন্ন দেওয়ানি বিধি চালু করেছে।
আরও পড়ুন: ব্রাহ্মণ দম্পতিরা ৪ সন্তান নিলেই পাবেন মোটা টাকা পুরস্কার, ঘোষণা রাজ্যের মন্ত্রীর
সূত্র অনুযায়ী, যুগলের লিভইনের জন্য এখন দরকার রেজিস্ট্রেশন। জানাতে হবে পুলিসকে। বিয়ের মত এখানেও দরকার পরবে সাক্ষীর। এমনকি ভবিষ্যতের নথি হিসেবে করে রাখা হবে ভিডিয়ো করে রাখা হবে। এবং ছবি এবং আধার কার্ড তথ্য হিসেবে দিতে হবে।
ইতিমধ্যেই সোমবার উত্তরাখান্ডের সরকার একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে ছিল। ২০ জানুয়ারি পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ। মূলত কীভাবে পোর্টালটি কাজ করবে সেই সংক্রান্ত এই প্রশিক্ষণ। পোর্টালে রয়েছে রেজিস্ট্রেশন, বিবাহবিচ্ছেদ। এছাড়াও আরও তথ্য।
লিভ ইনের পথে এগোচ্ছেন, যে সমস্ত যুগল। তাঁদের সবাইকে এই রেজিস্ট্রেশন করতে হবে। সেখানে সঙ্গীর নাম, বয়স, নাগরিকত্ব, ধর্ম, পূর্বে কোনও সম্পর্ক ছিল কি না, ফোন নম্বর পোর্টালে সব নথিভুক্ত করতে হবে আবেদনকারীকে। কোনও যুগল ‘লিভ-ইন’ করতে চাইলে প্রথমেই তাঁদের নাম পুলিসের কাছে নথিভুক্ত করতে হবে। ‘লিভ-ইন’ সম্পর্কের ঘোষণাপত্র সঙ্গে রাখতে হবে যুগলকে।
আরও পড়ুন: মহাকুম্ভ থেকে কী বিপুল রোজগার, জানেন? ২০০০০০০০০০০০০ টাকা! গুনে দেখুন…
এর আগে, উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার আইনি প্রক্রিয়া খতিয়ে দেখতে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনাপ্রকাশ দেশাইয়ের নেতৃত্বে কমিটি করা হয়। ওই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে তৈরি হয়েছিল এই বিলের খসড়া।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)